এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অধীরের উপর আস্থা রেখে মমতার উপর চাপ বাড়ালো কলকাতা হাইকোর্ট

অধীরের উপর আস্থা রেখে মমতার উপর চাপ বাড়ালো কলকাতা হাইকোর্ট

মমতার উপর চাপ বাড়ালো হাইকোর্ট,হলফনামা জামা দেবার নির্দেশ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে এদিন আজ তার শুনানির দিন ছিল। এদিন মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়িয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন যে আগামী ১৬ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে হলফনামা।অন্যদিকে পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে বিজেপি। আজ তার শুনানি। জানা গেছে আইনজীবীদের কর্মবিরতি চলছে কলকাতা হাইকোর্টে আর তাই অধীরবাবু নিজে হাইকোর্টে উপস্থিত হয়ে মনোনয়ন জমা দেবার সময় বিরোধী দলের নেতা-কর্মীদের যে হামলা হচ্ছে, তার বিবরণ দেন ও উপর শাসকদল সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন এবং এই সমস্ত বিষয় নিয়ে সওয়াল করেন।জানা গেছে রাজ্যে বিরোধীশূন্য করতে তৃণমূল উঠেপড়েলেগেছে বলেও দাবি করেন ও এই নিয়ে সন্ত্রাস বন্ধ করতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেন। আর এর পরেই
নির্বাচন কমিশনারের হলফনামা তলব করেন ও না পাওয়ায় আগামী ১৬ এপ্রিলের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দেন।যার ফলে রাজ্য সরকার চাপে পড়লো বলেই মনে করছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!