এখন পড়ছেন
হোম > রাজ্য > বিচারপতির সামনেই মুখ পুড়লো রাজ্যের মন্ত্রীর

বিচারপতির সামনেই মুখ পুড়লো রাজ্যের মন্ত্রীর

বিচারপতির সামনেই মুখ পুড়লো রাজ্যের মন্ত্রীর। এদিন জলপাইগুড়িতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য হাইকোর্টের সার্কিট বেঞ্চের পরিকাঠামো পরিদর্শনে যান। তাঁর সঙ্গে দেন মন্ত্রী গৌতম দেব, মলয় ঘটক।আর সেখানে গিয়েই মুখ পুড়লো রাজ্যের দুই মন্ত্রী সমেত রাজ্য সরকারের। জলপাইগুড়িতে বিচারপতিদের জন্য নির্মিত ওই ভবনে কয়েকজন মদ্যপান করছিলো। বিচারপতিদের জন্য নির্মিত ভবন পরিদর্শণে গিয়ে দেখা যায় দরজা বন্ধ। এরপর কয়েকজনের চেষ্টায় দরজা খোলা হলে দেখা যায় সেখানে মদের আসর বসেছে।সার্কিট হাউসের ভিতরে মদের গন্ধ। ছড়ানো ছিঁটনো রয়েছে গ্লাস। টাল সামলাতেই হিমসিম খাচ্ছে আসর থেকে বেরিয়ে আসা এনভিএফ কর্মীরা। যা দেখে স্বাভাবিকভাবেই মেজাজ হারান মন্ত্রী। পালানোর চেষ্টা করে ওই যুবকরা কিন্তু মন্ত্রীর নির্দেশে তাদের গ্রেফতার করা হয়।পরিস্থিতি সামাল দিতে গৌতমবাবু পুলিশ সুপার ও ADM-কে ধমক দিয়ে বলেন, “আমি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাব।”তাঁর প্রশ্ন, ‘‘প্রধান বিচারপতি যেখানে উপস্থিত, সেখানে এই অব্যবস্থা হয় কী করে? ঘর বন্ধ করে ভিতরে বসে চলছে মদ্যপান, অথচ তা কারও নজরে পড়ল না।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!