এখন পড়ছেন
হোম > রাজ্য > বাম শাসনকে মনে করিয়ে দিচ্ছে রাজ্যের বর্তমান শাসক, কড়া চিঠি প্রেস কাউন্সিলরের

বাম শাসনকে মনে করিয়ে দিচ্ছে রাজ্যের বর্তমান শাসক, কড়া চিঠি প্রেস কাউন্সিলরের


রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় নির্বাচনকে কেন্দ্র করে একাধিক সাংবাদিক নিগ্রহের ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে দুষলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। ঐ সংস্থার চেয়ারম্যান রাজ্য সরকারকে এই বিষয়ে চিঠি পাঠায়। কিন্তু রাজ্যের তরফে কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। মনোনয়ন পত্র এবং দল মনোনীত প্রার্থীদের বিষয়ে খবর নিতে গিয়ে কোচবিহার, আলিপুর সহ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সাংবাদিকরা আক্রান্ত হন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক বেসরকারি সংবাদমাধ্যমের সাংবাদিককে  রাজনৈতিক দলের কর্মীরা জোর করে তুলে নিয়ে যায়। তাঁকে উদ্ধার করতে গিয়ে প্রহৃত হন আরও চার সাংবাদিক। ঐ সাংবাদিকদের গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুর্গাপুর আদালত চত্বরে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। উল্লেখ্য গত ৯ ই এপ্রিল আলিপুরে খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার মুখোমুখি হন এক মহিলা সাংবাদিক। সেই খবর প্রকাশ্যে আসার পরই প্রেস কাউন্সিল চিঠি লেখে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনারকে। বিস্তারিত রিপোর্ট চাওয়া হয় নবান্ন থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!