এখন পড়ছেন
হোম > জাতীয় > কাশ্মীর নিয়ে কি বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে গেরুয়া শিবির? অমিত শাহের পদক্ষেপে জল্পনা

কাশ্মীর নিয়ে কি বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে গেরুয়া শিবির? অমিত শাহের পদক্ষেপে জল্পনা

লোকসভা ভোটের আগে কাশ্মীর মন্ত্রীসভার সব সদস্যদের দিল্লিতে আসার নির্দেশ দিলেন সর্ব ভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। এই বৈঠকে হাজির থাকবেন রাজ্য বিজেপি সভাপতি রবীন্দর রায়না এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী কাভিন্দর গুপ্তা। এদিন বেলা ১২ টায় এই বৈঠক শুরু করা হবে। এমনটাই জানা যাচ্ছে এএনআই নামক এক সংবাদ সংস্থার সূত্র থেকে। হঠাৎ করে এই বৈঠকের পরিকল্পনা করায় জোর চর্চা শুরু হয়েছে কেন্দ্রীয় রাজনীতির অন্দরে। সম্প্রতি রমজান মাস শেষ হতেই অস্ত্রবিরতির সিদ্ধান্ত বাতিল করেছে কেন্দ্র। তাই আন্দাজ করা হচ্ছে, কাশ্মীরের একাধিক ইস্যু নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এর পাশাপাশি আরো জানা গেছে, এ মাসেই কাশ্মীরে উড়ে যাবেন অমিত শাহ এক দফা কর্মসূচি নিয়ে।সামনেই লোকসভা ভোট তাই তার আগেই সমস্ত কাজ সেরে ফেলতে চাইছেন সভাপতি। এ বিষয়ে রবীন্দ্র রায়না সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন যে ২৩ জুন কাশ্মীরে সফরে আসবেন কেন্দ্রীয় বিজেপি সভাপতি। ওই দিন শহীদ দিবসও তাই সেই উপলক্ষেও পাঞ্জাবের লক্ষণপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে শুরু করবেন এই কর্মসূচি। উল্লেখ্য,১৯৫৩ সালে ২৩ জুন শ্রীনগর জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিলো শ্যামাপ্রসাদ মুখার্জীর ।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপর একটি বক্তব্যও রাখবেন বিজেপি সভাপতি ঐদিন বলে জানা গেছে । আর তারপরেই দলীয় নেতা এবং কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন । সেখানে আগামী লোকসভা ভোটে দলের রণনীতি বিষয়ে পরামর্শও দেবার সাথে সাথে বিজেপি ক্ষমতায় আসার পর তাঁরা কোন কোন কোন কাজ করেছেন সেটাও খতিয়ে দেখবেন , পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের সমস্যা নিয়ে ও আলোচনা করা হবে বলে খবর । অমিত শাহের কাশ্মীর সফর নিয়ে কাশ্মীরের বিজেপির রাজ্য সভাপতি জানান যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনাই তাঁদের একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্যের পূর্ণতা দিতেই কেন্দ্রীয় পদ্ম নেতৃত্ব কাশ্মীরে আসছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!