এখন পড়ছেন
হোম > রাজ্য > লটারি থেকেই ১০ হাজার কর্মসংস্থান, রাজ্যের আয় ৫০ হাজার কোটি টাকা! এল অভিনব প্রস্তাব!

লটারি থেকেই ১০ হাজার কর্মসংস্থান, রাজ্যের আয় ৫০ হাজার কোটি টাকা! এল অভিনব প্রস্তাব!

সম্প্রতি লটারী থেকে কর্মসংস্থান উৎপন্ন হও্যার সম্ভবনার কথা বললেন এক লটারি ডিসট্রিবিউটার। তাঁর মতে রাজ্যে লটারি বিক্রির সঠিক পরিকাঠামো রাজস্ববিভাগের আয় আরও ৫০,০০০ কোটি টাকা বাড়াতে পারে। ভারতের বহু রাজ্যে লটারি বিক্রির অনুমোদন রয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে স্টেট লটারি ডিসট্রিবিউটার এর সি.ই.ও কমলেশ ভিজয় এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়ায় বললেন, ”ভারতের মধ্যে যে কোন জায়গায় ৩৫০০০ কোটি টাকা এবং বার্ষিকভাবে ৫০০০০ কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। লটারি বিক্রির সঠিক পরিকাঠামো থেকে ১০,০০০ কর্মসংস্থানের সম্ভাবনা আছে। লটারির থেকে উত্‍পাদিত এই পুঁজি পাবলিক ওয়েলফেয়ার স্কিমের কাজে কিংবা আমেরিকা, ইউনাইটেড কিংডম, চায়না দেশের খেলাধূলার উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে।কেরালা সরকার ঘোষণা করেছেন যে এই লটারির ফাণ্ড থেকে স্বাস্থ্য প্রকল্পের ব্যাপক উন্নতি সম্ভব।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!