এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মহেশতলা উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী ব্যানার্জী পরিবারের নতুন সদস্য

মহেশতলা উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী ব্যানার্জী পরিবারের নতুন সদস্য


মহেশতলায় কস্তুরী দাসের মৃত্যুতে ফাঁকা আসনে মহেশতলা উপনির্বাচনে তৃণমূলের তরফে কে প্রার্থী হবেন তা নিয়ে নানা রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। আর এই প্রার্থী তালিকায় সম্ভাব্য নাম ছিল মেয়র পত্নী রত্না চ্যাটার্জীর। শোভনবাবুর সাথে মুখ্যমন্ত্রীর দূরত্ত্ব বাড়ায় এই নামকেই মান্যতা দিয়েছিলো রাজনৈতিকমহল। কিন্তু এখন আবার সম্পর্ক ঠিক হয়েছে

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শোভন বাবু ও মমতা ব্যানার্জীর।ফলে সমীকরণ বদলাচ্ছে বলে মনে করছে রাজনৈতিকমহল। আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায়কে সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনীত করা হচ্ছে বলেই জল্পনা উঠেছে তৃণমূলের অন্দরে।জল্পনা যায় উঠেছে যে খোদ যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নাম প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। এখন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত মিললেই প্রার্থী নাম ঘোষণা করা হবে। কেননা আকাশবাবু যে এবার রাজনীতিতে পা দিচ্ছেন তার প্রমাণ পাওয়া যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। অভিষেকবাবুর সাথে তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে দেখা যাচ্ছিল। ফলে দাদার হাত ধরেই তিনি যে রাজনীতিতে আসছেন তা স্পষ্ট হয়ে গেছে।তবে এখন দেখার যে মহেশতলা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের টিকিটে দাঁড়াতে পারেন কিনা ?প্রসঙ্গত,এই আকাশবাবুর বিরুদ্ধেই কর্তব্যরত পুলিশকর্মীকে চড় মারার অভিযোগ উঠেছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!