এখন পড়ছেন
হোম > রাজ্য > মহেশতলা উপনির্বাচন – তৃণমূলের বিরুদ্ধে কি বামফ্রন্ট-কংগ্রেস জোট প্রার্থী? জল্পনা তুঙ্গে

মহেশতলা উপনির্বাচন – তৃণমূলের বিরুদ্ধে কি বামফ্রন্ট-কংগ্রেস জোট প্রার্থী? জল্পনা তুঙ্গে

তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে সদ্য সমাপ্ত সিপিএম এর ২২ তম পার্টি কংগ্রেসে সিপিএম দলের পক্ষ থেকে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে সমঝোতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত মেনেই সিপিএম পার্টি পশ্চিমবঙ্গ রাজ্যে অন্য রাজনৈতিক দলগুলির সাথে আপোষ করবে কী না এখন তা দেখার সময় এসেছে। মহেশতলা বিধানসভার উপনির্বাচনে প্রয়াত বিধায়ক কস্তুরী দাসের স্বামী ও মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী মনোনীত করা হয়েছে। এই নির্বাচনে সিপিএম কি অবস্থান গ্রহণ করে সেই দিকে তাকিয়ে এখন রাজনৈতিক মহল। কিছুদিন আগেই  উলুবেড়িয়া লোকসভা ও নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনে সিপিএমের সঙ্গে আসন সমঝোতা চেয়েছিল প্রদেশ কংগ্রেস।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনকি রাজ্যসভায় শেষ অবধি সীতারাম ইয়েচুরী প্রার্থী হলেও প্রদেশ কংগ্রেস তাঁকে সমর্থন করবে সেই বিষয়েও নিশ্চিত ভাবেই বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সিপিএম এবং প্রদেশ কংগ্রেসের জোট প্রসঙ্গে এদিন অধীর বাবু বললেন, ”মহেশতলা কেন্দ্রে আগে সিপিএম লড়েছে। তারা যদি সমর্থন চেয়ে আলোচনা করতে চায়, আমাদের আপত্তি নেই!” অন্যদিকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর জানালেন, ”এই রাজ্যে তৃণমূল এবং বিজেপি, এই দুই শক্তির বিরুদ্ধেই আমাদের লড়াই। মহেশতলা কেন্দ্রে কী করা হবে, তা নিয়ে অবশ্য এখনও সিদ্ধান্ত হয়নি।”  তবে কর্নাটকে বিধানসভা নির্বাচনে দলের অবস্থান আলিমুদ্দিনের নেতাদের উৎসাহ বাড়াচ্ছে। সেই রাজ্যে কিছু কেন্দ্রে সিপিএম প্রার্থী দিয়েছে। বাকি আসনে বিজেপির বিরুদ্ধে যেখানে যে শক্তিশালী, তাকে সমর্থন করা হবে বলে অবস্থান নিয়েছে পলিটব্যুরো। অর্থাত্‍ কংগ্রেসকে সমর্থন করতেও সেখানে সিপিএমের বাধা নেই। এর কিছুর পরে সিপিএমের এক রাজ্য নেতা স্পষ্ট ভাষায় বললেন, ”বিভ্রান্তি, বিতর্ক অনেক হয়েছে! এ বার মেপে পা ফেলতে হবে!”

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!