এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদায় সন্ত্রাসের জেরে ঘর ছাড়া একাধিক কংগ্রেস কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে

মালদায় সন্ত্রাসের জেরে ঘর ছাড়া একাধিক কংগ্রেস কর্মী, অভিযোগের তীর তৃণমূলের দিকে

আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র পেশের পরেও রাজ্যে হিংসা -হানাহানি ও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। অভিযোগ উঠেছে মালদহের রতুয়া থানার চাঁদমনী ২ নং অঞ্চলে তৃণমূলের সন্ত্রাসের জেরে ঘর ছাড়া হয়েছেন একাধিক কংগ্রেস কর্মী। জানা যাচ্ছে এলাকার বহু কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস মনোনীত প্রার্থী মনোনয়নপত্র পেশের পর থেকেই তাঁকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। এই সমস্ত হিংসার ঘটনার নেপথ্যে তৃণমূল কংগ্রেসের ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। হিংসার ঘটনায় আক্রান্ত হয়েছেন মাসিদুর রহমান (চাঁদমনী ২ জি পি সংসদ নং ৬, বালুপুর নুরুল ইসলাম ( চাঁদমনী ২ জি পি সংসদ নং ৬, সালাবাতপুর ) মহ: আলি ডাবলু ( প: সমি সংসদ নং ২৭, সালাবাতপুর) প্রমুখ কংগ্রেস দলীয় কর্মী। এলাকার কংগ্রেস সাংসদ মৌসম নুর সমস্ত ঘটনার জন্যে তৃণমূল কংগ্রেসকে দায়ী করে অভিযোগ করেছেন। এলাকায় পুলিশ পিকেটিং চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!