এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীর ‘মানবিক’ পদক্ষেপ, মাসে ২৫ টাকায় মিলবে নগদে ২ লক্ষ টাকা, সঙ্গে পেনশন

মুখ্যমন্ত্রীর ‘মানবিক’ পদক্ষেপ, মাসে ২৫ টাকায় মিলবে নগদে ২ লক্ষ টাকা, সঙ্গে পেনশন

দীর্ঘদিনের সমস্যার এক মুহূর্তে প্রতিকার করতে পারেন অন্য কেউই নয় খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হলো দক্ষিণ ২৪ পরগণা জেলার কেবল অপারেটরদের সম্মেলন। মুখ্যমন্ত্রী সেখানে প্রধান আহ্বায়কের ভূমিকায় উপস্থিত ছিলেন। এই সম্মেলনে অংশ গ্রহণকারী কেবল অপারেটরের তাঁদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানালে তিনি এক নিমেষে সেই সমস্যার সহজে সমাধান করে দেন। সভাস্থলকে কার্যত নিজের দফতর বানিয়ে মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বললেন, “এমএসওরা কর্মীদের স্বার্থ দেখুন। যৌথ উদ্যোগে সমস্যার সমাধান করুন। প্রয়োজনে নিজেদের মধ্যে বৈঠক করুন।‌” ফিরহাদ‌ হাকিম, অরূপ বিশ্বাস, মলয় ঘটক প্রমুখ মন্ত্রীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী। যে কমিটির ওপর এদিনের উত্থাপিত বিষয়টির দায়িত্বভার অর্পন করেন তিনি। একই সাথে মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করলেন ১ লক্ষ ৩০ হাজার কেবল অপারেটর এবং তাঁদের পরিবারকে সরকারের স্বাস্থ্যসাথী এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনার পরিকল্পনার কথা । একই সাথে মুখ্যমন্ত্রী বললেন, কেবল অপারেটররা মাসে সরকারকে ২৫ টাকা দিলে, সরকার সেই সঙ্গে আরও ৩০ টাকা তাঁদের দেবে। এছাড়া ৬০ বছর পরে পেনশন হিসেবে ২ লক্ষ টাকা নগদ এবং মাসে মাসে ১৫০০ টাকা দেওয়ার পরিকল্পনাও সরকারের আছে বলে জানালেন তিনি। এছাড়াও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় অপারেশনের সময় টাকা, কিংবা কাজ করতে করতে মৃত্যু হলে সেই কেবল অপারেটরের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সাহায্যও করা হবে । এমনকি ২০ লক্ষ টাকা পর্যন্ত যাঁরা ব্যবসা করবেন, তাঁদের জিএসটি দিতে হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী। মাত্র কয়েক ঘন্টার সম্মেলনে চট জলদি এত সমস্যা সমাধানে কেবল অপারেটরেরা স্বভাবতই খুশি ও আন্তরিকভাবে কৃতজ্ঞ মমতা বন্দোপাধ্যায়ের প্রতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!