এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘বেসুরো’ গাইছেন পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীরা, পাল্টা তীব্র আক্রমন মুখ্যমন্ত্রীর

‘বেসুরো’ গাইছেন পরিবর্তনপন্থী বুদ্ধিজীবীরা, পাল্টা তীব্র আক্রমন মুখ্যমন্ত্রীর

বুধবার প্রেস ক্লাবে রাজ্যের বুদ্ধিজীবীগোষ্ঠী বৈঠক করে নির্বাচনের পূর্বে মনোনয়নপর্বকে নিয়ে গড়ে ওঠা সন্ত্রাসের বিরুদ্ধে আওয়াজ তুললেন।তারা প্রশ্ন তোলেন রাজ্যের গণতান্ত্রিক অধিকারের উপর। তারা শাসকদলের ভোট মেশিনারি নিয়ে প্রশ্নও তোলেন।এই বৈঠকের পর তারা সাংবাদিকদের উপর হওয়া নিপীড়নের অভিযোগে মিছিলও করেন।এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে,মুখ্যমন্ত্রী বলেন, “কিছুক্ষণ আগে দেখলাম কারা একটা মিছিল করেছে। কি না একজন সাংবাদিককে মারা হয়েছে। আমি পুলিশকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার ? আলিপুর আমার বাড়ির সামনে আর আমিই জানি না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তোমরা আমাকে ইনফরমেশন দাওনি ? ঘটনাটা কী হয়েছে আমি জানতে চাই। কারণ প্রেসের কারও কিছু হলে আমি ফার্স্ট অ্যাকশন নিই।” এর উত্তরে পুলিশ নাকি তাঁকে জানিয়েছিল, তাদের কাছে এ ব্যাপারে কোনও ইনফরমেশন নেই। মুখ্যমন্ত্রী বলেন, “বাদ বাকিটা আমি বলব না। পুলিশ বলবে। কারণ এটা আমার সাবজেক্ট নয়, ওদের সাবজেক্ট।”এরপর তিনি আরো জানান যে মিডিয়ার একাংশ খবরের শিরোনামে থাকার জন্য এসব খবর প্রচার করছে।তিনি চাইছেন এই ঘটনার উপর তার করা মন্তব্য টিভিতে দেখানো হোক,তাতে সাধারণ মানুষের কাছে সত্য পৌছাবে।রাজ্যের প্রশাসনিক প্রধান আবার একটি সংবাদমাধ্যমকে টার্গেট করে বলেছেন যে কিছু যায়গায় সাংবাদিকরা নিজেদের মতো করে সাজিয়ে ছবি তুলছেন। সংবাদমাধ্যম ছোটো ঘটনাকে বড় করে দেখাচ্ছে। তিলকে তাল করছে। বুদ্ধিজীবী মহল যেভাবে শাসকদলের কাজের চুলচেরা বিশ্লেষণ করে নিজেদের মতামত দিচ্ছেন তাতে রাজ্যের সাধারণ মানুষ বিভ্রান্ত।এই ঘটনার পরিপেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্য বুদ্ধিজীবীরা প্রাক্তন এসইউসিআই সাংসদ তরুণ মন্ডলের গাড়ি করে প্রেস ক্লাবে গিয়েছিলেন।ফুটেজ দেখলেই সেটা জানা যাবে।শাসকদল যদি মনোনয়নে বাঁধাই দিতো তবে বিরোধীদদের তরফ থেকে ৯০ হাজার মনোনয়ন জমা পড়ল কীভাবে? এ প্রশ্নই ছুঁড়ে দেন তিনি সাংবাদিকদের দিকে।
১৩ ই এপ্রিল বামেদের ডাকা ধর্মঘট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে ওই দিন কোনো ধর্মঘটই হবে না,বাস ট্যাক্সি সবই চলবে।বাংলার বুকে কর্মনাশা বনধ সংস্কৃতিকে তিনি সমর্থন করবেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!