এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতার প্রাক্তন মন্ত্রীর হাত ধরেই মুর্শিদাবাদে পাশার চাল উল্টে দিতে চাইছেন অধীর চৌধুরী

মমতার প্রাক্তন মন্ত্রীর হাত ধরেই মুর্শিদাবাদে পাশার চাল উল্টে দিতে চাইছেন অধীর চৌধুরী


তৃণমূল কংগ্রেসের প্রাক্তণমন্ত্রী হুমায়ুন কবীরকে তুরুপের তাস হিসাবে পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করতে চান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। প্রতিকূল পরিস্থিতিতে অন্ধের যষ্ঠীর মতো হাত ধরলেন ‘গুরু’ অধীর।তার সমর্থনেই আবার রাজনীতির আঙীনায় ফের পা রাখতে চলেছেন হুমায়ুন কবীর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দাঁড়াচ্ছেন মুর্শিদাবাদ এর জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী হিসাবে।তাকে দিয়েই চলছে অধীরবাবুর মুর্শিদাবাদের হারানো জমি উদ্ধার।উল্লেখযোগ্য কথা হল,হুমায়ুনবাবুর নির্বাচনী ক্ষেত্র চারটি পঞ্চায়েত জুড়ে আর চারটি পঞ্চায়েতেই গতবছর কংগ্রেসের প্রাধান্য ছিলো।পরিস্থিতি পাল্টেছে গতবছর বিধানসভার পর থেকে।
২০১১ সালে রেজিনগর বিধানসভা থেকে কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন মুর্শিদাবাদ রাজনীতির খবরে উঠে আসা মন্ত্রী হুমায়ুন কবীর।তারপর ঘটে অধীর চৌধুরীর সাথে মতবিরোধ। কংগ্রেস ছেড়ে ঘাসকমিটিতে তালিকাভুক্ত করেন নিজেকে।কিন্তু বিধানসভার লড়াই এ হার মানতে বাধ্য হন ‘গুরু’ অধীর বাবুর কাছে।ফলে মন্ত্রীত্ব,সম্মান দুটোই হারাতে হয় তাকে।সেই অধীর বাবুর হাত ধরেই রাজনৈতিক ক্ষেত্রে উত্থান ঘটছে তার।সময়ের বদল তার জন্য কতটা সুখকর হয় সেটা বলার দায়িত্বও সময়ের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!