এখন পড়ছেন
হোম > রাজ্য > আমি রাজধর্ম পালন করছি, সন্ত্রাসের যাবতীয় অভিযোগ প্রচারমাধ্যমের কুত্‍সা: মুখ্যমন্ত্রী

আমি রাজধর্ম পালন করছি, সন্ত্রাসের যাবতীয় অভিযোগ প্রচারমাধ্যমের কুত্‍সা: মুখ্যমন্ত্রী


রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সন্ত্রাসের অভিযোগকে প্রচারমাধ্যম এর কুৎসা বলে উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বেসরকারি এক টিভি চ্যানেলে তিনি জানান, ” আমরা রাজধর্ম পালন করছি বলেই বিরোধীরা ৯৬ হাজার মনোনয়ন জমা দিতে পেরেছে।মোট মনোনয়ন জমা পড়েছে ২ লক্ষ।”সন্ত্রাস প্রসঙ্গেও বিরোধীদের যাবতীয় অভিযোগ নস্যাত্‍ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ”আমরা শাসক দল। শাসক দল অশান্তি চাইবে কেন?” এই সূত্রেই সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ”প্রচারমাধ্যমে মিথ্যা দেখানো হচ্ছে, মিথ্যা কথা লেখা হচ্ছে। আনন্দবাজার পত্রিকা এবং এবিপি আনন্দ পরিকল্পনা করে আমাদের বিরুদ্ধে এই কাজ করছে। আনন্দবাজারের সঙ্গে বিজেপির যোগসূত্র আছে। টাকা দিয়ে এবিপি-কে বিজেপি কাজে লাগিয়েছে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে একমত নন,তার প্রমাণ ধরা পড়েছে তাঁর বক্তব্যে। তিনি বলেন, ”সন্ত্রাসের চেহারা মানুষ চোখের সামনে দেখছেন। মুখ্যমন্ত্রী সাত-দশটি হিংসার ঘটনা ঘটেছে বললেও মানুষ তা বিশ্বাস করছে না।” সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মন্তব্য, ”গণতন্ত্রকে ধর্ষণ করা হচ্ছে বাংলায়। কিন্তু মুখ্যমন্ত্রী লজ্জিত নন! তাঁর বক্তব্য থেকেই এটা পরিস্কার।” প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বলেন, ”সন্ত্রাস নিয়ন্ত্রণের বদলে মা-মাটি-মানুষের নেত্রী তাতে আরও ইন্ধন দিচ্ছেন!”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!