এখন পড়ছেন
হোম > রাজ্য > জেলায় জেলায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী – ভোটের জন্য নয়, উন্নয়নের জন্য: পার্থ চ্যাটার্জি

জেলায় জেলায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী – ভোটের জন্য নয়, উন্নয়নের জন্য: পার্থ চ্যাটার্জি


আগামী সোমবার রাজ্যে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন। বহু জটিলতার শেষে পূর্ব প্রস্তাবিত এই দিন চুড়ান্ত হওয়ার পরে এদিন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এই সম্মেলনে তিনি রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরলেন। এরপরে তিনি রাজ্যের বিরোধী দলগুলিকে দফায় দফায় তীব্র সমালোচনা করে তাঁর বক্তব্য রাখেন। নির্বাচনের নিরাপত্তা প্রসঙ্গে প্রথমেই তিনি বললেন, “সোমবার পঞ্চায়েত ভোট। চার রাজ্য থেকে পুলিস আসছে। শান্তিপূর্ণ ভোট করার চেষ্টা করছে রাজ্য সরকার। কোথাও যাতে কোনও অশান্তি না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।’‌’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে উন্নয়নের ছবি উপস্থাপন করে তিনি বললেন, “জেলায় জেলায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ভোটের জন্য নয়, উন্নয়নের জন্য। জেলায় গিয়ে প্রায় হাজারখানেক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এই সরকারের আমলেই রাজ্যে অনেক উন্নয়ন হয়েছে। মমতার নেতৃত্বেই বাংলায় উন্নয়নের শুরু।পিছনের সারি থেকে বাংলাকে সামনের সারিতে এনেছেন তিনি। গত ৭ বছরে রাজনৈতিক খুনের ঘটনা ঘটেনি। এটা পুরোপুরি ভুলে গেছি। বাম আমলের তুলনায় রাজ্যে আইনশৃঙ্খলা এখন অনেক উন্নত। আর আইনশৃঙ্খলা আছে বলেই তৃণমূল ফের একবার ক্ষমতায়।” এরপরেই রাজ্যের তিন বিরোধী দলকে তীব্র সমালোচনা করে তিনি বললেন, “হামলাবাজ-দাঙ্গাবাজ-ভাঁওতাবাজরা একত্রিত হয়ে উন্নয়নকে চ্যালেঞ্জ করছে। হামলা-মামলা করে বিরোধীরা ভোট বাতিলের চেষ্টা করেছে। সামান্য কারণেই বিরোধী দলের নবাগত বন্ধুরা বিশৃঙ্খলতা সৃষ্টি করছে। কুভাষা ব্যবহার করে বাংলার সংস্কৃতিকে কলুষিত করার চেষ্টা চলছে। আগে যাঁরা সরকারে ছিল, তাঁরাও এখন এসবে মদত দিচ্ছে। রাজ্যের জন্য বিরোধীরা কখনও কোনও দাবি তোলে না। একটি ছোট দলও, যারা কিনা কখনও কোনও আসন পায়নি, তাঁরা কোর্টে গিয়েছে। বিরোধীরা সবাই অস্ত্র নিয়ে লড়ছে।” শুধু এইটুকুই নয় এরপরে তিনি বিজেপিকে বিদ্রুপ করে বললেন, “রাবণের দশ মুখ ছিল। বিজেপির ক’‌টা মুখ, কখনও গুনিনি।’‌‌‌’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!