এখন পড়ছেন
হোম > রাজ্য > কেন এখনো নরম নেত্রী শোভন চট্টোপাধ্যায়ের প্রতি? রাজনৈতিক মহলে জল্পনা

কেন এখনো নরম নেত্রী শোভন চট্টোপাধ্যায়ের প্রতি? রাজনৈতিক মহলে জল্পনা

মেয়র শোভন চ্যাটার্জিকে নিয়ে সরগরম রাজনৈতিক মহল, রোজ নতুন নতুন খবর। ব্যাক্তিগত জীবন নিয়ে যেভাবে তিনি প্রকাশ্যে মুখ খুলেছেন তাতে তাঁর দল তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আর এই নিয়েই প্রশ্ন উঠেছে যে কি এমন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর কাছে তাঁর দল সব কিছু, তাঁর প্রাণ সেই দলে এমন ঘটনা ঘটলেও কেন চুপ তিনি? কেন শোভনবাবুকে নিয়ে কড়া হচ্ছেন না তিনি? আর এই প্রশ্নের উত্তরেই বিবক্ত হয়ে গেছে রাজনৈতিক মহল। একাংশের মতে, শোভনবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ। তাঁর পুরোনো বিশ্বস্ত সৈনিকের একজন.তাই শোভনবাবুকে কোনোমতেই হারাতে চান না তিনি।

অন্য আর একাংশের মতে, নারদ কাণ্ডে নাম জড়িয়েছে শোভনবাবুর। পাশাপাশি ভিডিও ফুটেজে তাঁকে টাকা নিতে দেখা গেছে। এখন সেই ফুটেজটি আসল না নাকাল তা এখন বিচারাধীন কিন্তু এই নিয়ে তাঁকে জেরাও করেছে তদন্তকারী সংস্থা। আর এখন যদি দল তাঁকে বহিস্কার করে তবে তৃণমূলের অনেক গোপন তথ্য ফাঁস হতে পারে তাই শোভনবাবুর ক্ষেত্রে নরম নেত্রী। আবার আর একাংশ মনে করছেন যে ,সামনেই পঞ্চায়েত ভোট আর এখন যদি শোভনবাবুকে দল বহিস্কার করে আর যদি তিনি বিজেপিতে যোগ দেন তবে শুধু তো তিনি নন তাঁর অনুগামীরাও তাঁর সঙ্গে বিজেপিতে যাবে ফলে বিজেপি অনেক বেশি শক্তিশালী হবে। যদিও শোভনবাবু দাবি করেছেন যে তিনি তৃণমূল থেকে যদি বেরিয়ে যান তবে রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নেবেন, বিজেপিতে বা অন্যদলে যাবেন না। কিন্তু রাজনৈতিক মহল এতে সন্ধিহান। তবে আসল কারণ কেউই জোর দিয়ে বলতে পারছেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!