এখন পড়ছেন
হোম > রাজ্য > নেত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিতর্কে পৌরনিগমের কাউন্সিলর

নেত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিতর্কে পৌরনিগমের কাউন্সিলর

তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রচারে শুধুমাত্র নেত্রীর ছবি লাগাতে হবে এমনটাই অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে।কিন্তু অবলীলায় সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুধুমাত্র নিজের ছবি দিয়েই প্রচারকাজ সারছেন পৌরনিগমের কাউন্সিলর কৃষ্ণ পাল। সাতে নেননি স্বয়ং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। অথচ তিনি তৃণমূলের টিকিটেই কাউন্সিলর এবং নেতা হয়েছেন। তাই তাঁর এই ফ্লেক্স নিয়ে উঠছে প্রশ্ন।কেননা বড় বড় তৃণমূলের নেতারাও আগে নেত্রীর সাথে নিজের ছবি দিতেন কিন্তু নেত্রীর নির্দেশের পরে শুধু নেত্রীর ছবিই লাগানো হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত, দিন কয়েক আগে একটি অনুষ্ঠানে দলনেত্রীর ছবির সঙ্গে নিজের ছবি দেখে নিজে দাঁড়িয়ে থেকে সেই ছবি খুলিয়ে দেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। আর এই নিয়ে তাই প্রশ্ন উঠেছে যে তবে কি তিনি নিজেকে নেত্রীর থেকেও বড় মনে করছেন। এই নিয়ে অবশ্য কৃষ্ণবাবু জানিয়েছেন, “দলনেত্রীর ছবির সঙ্গে অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না বলে নির্দেশ আছে। কিন্তু যে ফ্লেক্সের কথা বলছেন, তাতে শুধু আমার ছবি আছে, দলনেত্রীর ছবি নেই। বাসিন্দাদের প্রতি আমি কিছু আবেদন জানাতে ফ্লেক্স লাগিয়েছি। ব্যক্তি কাউন্সিলর হিসেবে আমার ছবি লাগানোয় কোনও ভুল নেই।” অন্যদিকে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন যে দলনেত্রীর ছবি ব্যবহার না করে শুধু নিজের ছবি ব্যবহার করা যায় কি না, তা রাজ্যস্তরের নেতাদের থেকে জানতে হবে। কিন্তু দলনেত্রীর সঙ্গে আর কারওর ছবি ব্যবহার করা যাবে না এটুকু বলতে পারি। তবে বিষয়টিতে যে খুশি নন তার আভাস দিয়ে বলেছেন যে, “ভোট ছাড়া বছরভর নানা প্রচারে আমরা নেত্রীর ছবিই ব্যবহার করি। নিজের ছবি ব্যবহার করি না।” তবে এখনো পর্যন্ত এই নিয়ে নেত্রীর তরফ থেকে কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!