এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > অপেক্ষা মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের, খুলতে চলেছে হাজার-হাজার সরকারি চাকরির দরজা

অপেক্ষা মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের, খুলতে চলেছে হাজার-হাজার সরকারি চাকরির দরজা


কয়েকদিনের মধ্যেই প্রচুর সরকারী কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। লোয়ার ডিভিশন ক্লার্ক, ফুড ইন্সপেক্টর সহ আরও একাধিক পদে এই নিয়োগপর্ব কার্যকর হবে। চলতি বছরের মধ্যেই সরকারী ক্ষেত্রে আনুমানিক কয়েক হাজার কর্মসংস্থান হতে চলেছে ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মনে করা হচ্ছে এতে করে রাজ্যে এক ঝটকায় বেশ কিছু বেকার সমস্যা কমে যাবে।জানা গেছে মুখ্যমন্ত্রীর দফতরে এরমধ্যেই নিয়োগের বিষয়ে চূড়ান্ত অনুমোদনের জন্যে ফাইল পাঠানো হয়েছে। তিনি এই ফাইলে সরকারী মোহর লাগালেই পিএসসি সরকরী ভাবে কর্মী নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, গ্রুপ-ডি কর্মী নিয়োগের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ডকে। অন্যদিকে, গ্রুপ-সি কর্মী নিয়োগ করবে পিএসসি। ২০১২ সালে রাজ্য স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) গঠিত হয়েছিলো গ্রুপ-বি এবং সি কর্মী নিয়োগের জন্য। তবে ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে রাজ্যসরকার ঐ নিয়োগকারী সংস্থাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবং পুনরায় দায়িত্ব অর্পন করা হয় পিএসসি’কে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!