এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া শিবিরকে স্বস্তি দিয়ে দিল্লিতে মমতা-সোনিয়া বৈঠক ভেস্তে গেল

গেরুয়া শিবিরকে স্বস্তি দিয়ে দিল্লিতে মমতা-সোনিয়া বৈঠক ভেস্তে গেল


বিজেপি বিরোধী জোট গঠনের জন্য ইতিমধ্যেই মমতা দেখা করেছেন কে চন্দ্রশেখর রাও- এর সাথে, ফোনে এবিষয়ে কথা বলেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সাথে। জানা গেছে অ- কংগ্রেসি ফেডারেল ফ্রন্ট গঠনের উদ্যেশ্যেই এই আলোচনা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”এটা শুরু। ভবিষ্যতে কী হবে, তা পরে দেখা যাবে।” কংগ্রেসকে বাদ দিয়ে জোট গঠন করলে বিধারী ভোট বাড়বে বলে মতামত প্রকাশ করেছে রাজনৈতিক মহল। এবিষয়ে মুখ খোলেন নি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে সোনিয়ার অসুস্থতার কারণে বৈঠক ভেস্তে গেল সোনিয়া- মমতার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন কংগ্রেসের প্লেনারি অধিবেশনের পর শিমলায় প্রিয়াঙ্কার বাড়ি যান সোনিয়া। সেখানে গিয়ে ঠান্ডা লাগার জেরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন কলকাতা বিমানবন্দরে মমতা জানান, ”সনিয়াজি অসুস্থ। তিনি হাসপাতালে ভর্তি। তাঁর সঙ্গে আগেই আলোচনা হয়েছে। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি। সুস্থ হলে তবে কথা বলব।” তৃণমূল সূত্রের খবর অনুযায়ী সোনিয়া মমতার সাথে এসএমএসে কথা বলেছেন। সুস্থ হলেই মমতার সাথে দেখা করার কথা জানিয়েছেন সোনিয়া। তৃণমূলের সমর্থনে সদ্য জেতা কংগ্রেসের রাজ্য সভার সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভির কথায়, “রাজ্য স্তরে বিভিন্ন দলের বিরোধ যা-ই থাক, জাতীয় স্তরে বিরোধীদের এক ছাতার তলায় আসতে হবে। আর এই কাছাকাছি আসাই প্রমাণ করছে, কেন্দ্রে বিজেপি সরকার কত ব্যর্থ প্রতিপন্ন হচ্ছে।” এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”সংসদ চলাকালীন এর আগেও বহু বার আমি দিল্লি গিয়েছি। আমার দলের ৪৬ জন সাংসদ রয়েছেন। আমি নিজে সাত বার সাংসদ ছিলাম। অনেক নেতার সঙ্গে আমার পরিচয়, যোগাযোগ রয়েছে। সংসদের সেন্ট্রাল হলে যাব। সেখানে অনেকের সঙ্গে দেখা হবে।” এদিন এক শীর্ষ নেতা এদিন মতব্য করেন, ”দলনেত্রী জাতীয় ও আঞ্চলিক দলগুলির সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। অন্য নেতারাও তাঁর সঙ্গে কথা বলেন। তাই বিরোধী জোট গড়ার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিতে সক্ষম।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!