এখন পড়ছেন
হোম > রাজ্য > একতরফা ভোটের অবহেও মাওবাদী অঞ্চলের ‘গন-নির্দলেরা’ ঘুম কাড়ছে শাসকের

একতরফা ভোটের অবহেও মাওবাদী অঞ্চলের ‘গন-নির্দলেরা’ ঘুম কাড়ছে শাসকের


বেলপাহাড়িতে একই দিনে ১০১ জন নির্দল প্রার্থী মনোনয়নপত্র পেশ করলেন। উল্লেখ্য কোনোভাবেই তারা শাসকদলের প্রতি বিক্ষুদ্ধ নন। রবিবার পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে একটি আদিবাসী ও ভূমিজ সংগঠনের দুই নেতার সঙ্গে বৈঠক করেন তৃণমূলের বেলপাহাড়ি ব্লক সভাপতি ও বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বংশীবদন মাহাতো। তবে সংরক্ষণ এর জটিলতা হেতু বংশীবাবু নিজে প্রার্থী হননি। কিন্তু বেলপাহাড়ির একটি জেলা পরিষদ আসনে প্রার্থী হয়েছেন বংশীবাবুর স্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অন্য দিকে ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মোট ১২৮টি আসনে ১০৩ জন নির্দল প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। যারমধ্যে শনিবারই ১০১ জন নির্দল প্রার্থী মনোনয়নপত্র পেশ করেন। নির্দল প্রার্থীরা বেশিরভাগই বাঁশপাহাড়ি, ভুলাভেদা ও শিমূলপাল এই তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা মনোনয়নপত্র পেশ করেন।রবিবার বেলপাহাড়িতে দলীয় কার্যালয়ে থেকে সংবাদমাধ্যমকে বংশীবাবু বললেন, “আদিবাসী ও ভূমিজ সংগঠনের নেতাদের সঙ্গে বসে সমস্যা মেটানোর চেষ্টা করছি।” এই পরিস্থিতিতে তৃণমূল শিবির মনে করছে এই নির্দল প্রার্থীরা শাসকদলের ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। কারণ বেলপাহাড়ি ব্লকের মোট জনসংখ্যার ৪৪ শতাংশ আদিবাসী। বে আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের মুখপাত্র রবিন টুডু বললেন, “সংগঠনের তরফে কেউ দাঁড়াননি। নির্দল হিসেবে কেউ যদি নিজেদের অধিকার আদায়ের জন্য ভোটে দাঁড়াতে চান, সে ক্ষেত্রে আমরা কী ভাবে বাধা দেব?”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!