এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘মার্ক্স-এঙ্গেলস সরণি’ বিজেপির হাত ধরে হতে চলেছে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সরণি’

‘মার্ক্স-এঙ্গেলস সরণি’ বিজেপির হাত ধরে হতে চলেছে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সরণি’


‘মার্ক্স-এঙ্গেলস সরণি’ বিজেপির হাত ধরে হতে চলেছে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সরণি’। ত্রিপুরায় বিজেপি বামদুর্গ ভাঙার পর বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাঁর প্রতি যথাযথ সম্মান দেখাতে দেখাগিয়েছিলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু যে এলাকায় মুখ্যমন্ত্র ও অন্যান্য মন্ত্রীদের বাসভবন সেই অঞ্চলের ‘মার্ক্স্- এঙ্গেলস সরণি’ নামাঙ্কিত রাস্তা বদলে হঠাৎই রাস্তার নাম হলো ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী সরণি’। রাস্তার নাম বদলের সিদ্ধান্ত পুরোপুরিভাবে পুরসভার দায়িত্বে থাকায় বিষয়টি নিয়ে আবশ্যিকভাবে প্রশ্ন উঠেছে। জানা গেছে, রাজ্য সরকারের নগরোন্নয়ন দফতরের নির্দেশে পুরসভার দ্বারা নাম পরিবর্তিত হয়েছে। আগরতলা পুরসভা সিপিএমের দখলে,আর তারা স্পষ্ট জানিয়েছে রাস্তার নাম বদলে তারা কোনোভাবেই যুক্ত নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!