এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘প্রশ্ন’ ফাঁস কান্ড নিয়ে কি এবার গুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন শিক্ষামন্ত্রী

‘প্রশ্ন’ ফাঁস কান্ড নিয়ে কি এবার গুরুত্ত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন শিক্ষামন্ত্রী

ময়নাগুড়ির সুভাষনগর হাইস্কুলের ‘প্রশ্ন’ ফাঁস কান্ড নিয়ে কয়েকদিন ধরেই পরিস্থিতি টালমাটাল।জানা গেছে ঘটনাটি নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় খুব একটা খুশি নন। এই নিয়ে তিনি জানান যে,তিনি বিষয়টিতে হস্তক্ষেপ করছেন ও করবেন। জানান যে,”ঘটনাটির পর থেকেই আমি ও আমার দফতর নজরে রেখেছি৷ আমি সোমবার তলব করেছি পর্ষদের সভাপতিকে৷ আসতে বলেছি তাঁকে৷”আর এর ফলেই শিক্ষামহল মনে করছেন যে এই নিয়ে গুরুত্ত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন শিক্ষামন্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

যার আঁচ পড়তে পারে পর্ষদের সভাপতির উপর।সাথে ‘প্রশ্ন’ ফাঁস কান্ড নিয়ে তিনি আরো জানান যে জানান যে এই ঘটনা ঘটলে তো নিরাপত্তাহীনতায় ভুগবে ছাত্ররা তবে শিক্ষকরা কেন শিক্ষকরা কেন নিরপত্তাহীনতার অভিযোগ করছেন? প্রশ্ন তোলেন তিনি।পাশাপাশি সবাইকে আশ্বস্ত করে বলেন,”আমাদের সরকার সবাইকে নিরাপত্তা দেয়৷ চিন্তার কোনও কারণ নেই৷ সব দিক খতিয়ে দেখে তদন্ত করে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ তদন্ত না করে কাউকে দোষী সাব্যস্ত করা হবে না।” তবে শিক্ষামন্ত্রী তলব করায় পর্ষদের সভাপতি যে অস্বস্তিতে পড়েছেন তা মনে করছেন রাজনৈতিকমহল।যদিও এই বিষয়ে বিষয়ে পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়-এর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!