এখন পড়ছেন
হোম > রাজ্য > মেয়র ‘ভাগাড়ে’ – বাম-বিজেপির প্রতিবাদে উত্তাল কোলকাতা পুরসভা

মেয়র ‘ভাগাড়ে’ – বাম-বিজেপির প্রতিবাদে উত্তাল কোলকাতা পুরসভা


ভাগাড় কান্ডের প্রতিবাদে কংগ্রেস ও বিজেপি দলের কর্মী ও সমর্থকেরা কলকাতায় মিছিল করলো। এদিন কলকাতা পুরসভার সামনে বিজেপির কর্মসূচীর জেরে পুলিশের সাথে ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপির নেতা কর্মীরা মেয়র ভাগাড়ে চলে গিয়েছেন বলে বিদ্রুপ করতে থাকেন। এদিন ভাগাড় মাংস কাণ্ডের প্রতিবাদে মৌলালির বিধানভবন থেকে শুরু করে মৌলালি পর্যন্ত মিছিল করলো প্রদেশ কংগ্রেস। অন্যদিকে বিজেপির প্রতিবাদ মিছিলটি হলো ধর্মতলায়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে গেরুয়া শিবিরের মিছিল পুর ভবনের সামনে গিয়ে উপস্থিত হয়। জানা যাচ্ছে এদিন বিজেপি কর্মী সমর্থকদের হাতে ছিল পচা মাংস এবং বিড়াল, কুকুরের সফট টয়েজ। বিজেপি অভিযোগ, বেশির ভাগ রেস্তোরাঁয় পচা মাংসের কারবার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাই সুষ্ঠ ভাবে বেঁচে থাকতেই এই আন্দোলন। শহরের মেয়রের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি দল দাবি করলো মেয়রের অকর্মণ্যতার জন্যই শহরে পচা মাংস আর ভাগাড় কাণ্ডের সমৃদ্ধি । রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাঁদের প্রশাসনিক ব্যর্থতার কারণে রাজ্যের তথা শহরের এই সব বিচ্ছিন্ন জনহানিকর ঘটনা দমন করতে অক্ষম। এই ভাগাড় কান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৃণমূল যুক্ত দাবি করা হলো বিজেপির পক্ষ থেকে। এদিকে দীর্ঘদিন পুরসভায় ক্ষমতায় থাকা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ, শহরে কাজের পরিকাঠামো নেই বলে দাবি করলেন। তিনি এদিন কংগ্রেস ও বিজেপি যাতে এই ভাবে আন্দোলনের পথে না গিয়ে অন্য উপায়ে মানুষকে সচেতন করার কথা জানিয়ে ঐ দুই দলের সদস্যদের অনুরোধ করলেন। অন্যদিকে, এইভাবে দায়িত্ব এড়ানো যায় না বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ভাগাড় গুলিতে কেন নিরাপত্তারক্ষী বহাল করা হয়না সেই বিষয়েও বিজেপির পক্ষ থেকে প্রশ্ন করা উত্থাপন করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!