এখন পড়ছেন
হোম > রাজ্য > দলীয় বিধায়ককে ‘হারাতে চাওয়া’ বহিস্কৃত নেতাকে দলে ফেরালেন তৃণমূল নেত্রী

দলীয় বিধায়ককে ‘হারাতে চাওয়া’ বহিস্কৃত নেতাকে দলে ফেরালেন তৃণমূল নেত্রী


এককালে যিনি দলের মন্ত্রীকে হারাতে উঠেপড়ে লেগেছিলেন এবার তাঁকেই দলে ফেরানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।২০১৬-র বিধানসভা ভোটে মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারকে হারাতে তত্‍পর হয়েছিলেন মহিষাদলের বহিষ্কৃত তৃণমূল নেতা রঘুনাথ পন্ডা।আর সেই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তৃণমূলের সভা থেকেই তাঁকে দলে ফেরানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে রঘুনাথ পন্ডার অভিযোগ ছিল সুদর্শন ঘোষ দস্তিদার বহিরাগত তাই ২০১৬ র ভোটে রঘুবাবুর নেতৃত্বে লড়াই হওয়ার ফলে সুদর্শন ঘোষ দস্তিদারের জয়ের মার্জিন ৩০ হাজারে থেকে কমে হয় ১৬ হাজারে হয়ে যায়। যাঁর নৈপথ্যে ছিলেন রঘুবাবু অন্তত এমনটাই অভিযোগ ছিল তখন সুদর্শনবাবুর তরফ থেকে। এর পর দল তাঁকে বহিস্কার করে। পরে আবার দলে ঢুকতে বাধা দেন সুদর্শনবাবু এমন অভিযোগ রঘুবাবর তরফ থেকেও উঠেছিল। কিন্তু সামনের পঞ্চায়েত ভোট আর কোনো রকম কোনো অশান্তি চাইছে না তৃণমূল তাই তাঁকে দলে ফেরানো হলো বলেই মত রাজনৈতিকমহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!