এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী সরকারের বিরুদ্ধে এবার ৩৬ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ কংগ্রেসের

মোদী সরকারের বিরুদ্ধে এবার ৩৬ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ কংগ্রেসের


রাফায়েল চুক্তির বিষয়ে মোদী সরকারকে ফের তোপ দাগলেন রাহুল গান্ধী। এর আগেও তিনি অভিযোগের সাথে জানান, মোট ৩৬ টি রাফায়েল জেট কেনার জন্য প্রধানমন্ত্রী ফ্রান্সের ডসাল্ট এযাভিয়েশনের সাথে চুক্তি করেন এবং নরেন্দ্র মোদী নিজে প্যারিস গিয়ে এই চুক্তি বদল করেন। এদিন রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান,” ডসাল্টের বার্ষিক রিপোর্টেই প্রমাণিত, যে প্রতিরক্ষামন্ত্রী মিথ্যা কথা বলছেন। যেখানে কাতার এক-একটি জেটের জন্য দিচ্ছে ১৩১৯ কোটি, সেখানে মোদী দিচ্ছেন ১৬৭০ কোটি টাকা। আর মনমোহন সিং যার দাম নির্ধারণ করেছিলেন ৫৭০ কোটি টাকা। প্রতি জেটের জন্য বেশি দেওয়া হচ্ছে ১১০০ কোটি। সব মিলিয়ে বেশি দেওয়া ৩৬ হাজার কোটি টাকা পকেটে যাচ্ছে। যা ভারতের প্রতিরক্ষা বাজেটের ১০ শতাংশ। এদিকে, সেনা সরকারের কাছে টাকা ভিক্ষা করছে।” এদিন এনডিএ সরকার ও সিবিআইয়ের সমালোচনা করে রাহুল জানান, “প্রত্যোকটি রাফায়েল জেটের জন্য বাড়তি ১১০০ কোটি টাকা দিচ্ছে এনডিএ সরকার। মোদী সরকার এক-একটি রাফায়েল জেট কিনছে ১৬৭০ কোটি টাকায়। কিন্তু ইউপিএ সরকার যার দাম নির্ধারণ করেছিল ৫৭০ কোটি টাকা।” সিবিআইকে দিয়ে বিরোধী নেতাদের টার্গেট করা হচ্ছে এবং এই চুক্তির মাধ্যমে দেশকে বিপথে চালিত করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন রাহুল। সূত্রের খবর, টিডিপির এনডিএ ত্যাগের পর রাহুলের এনডিএ আক্রমণে অন্য গন্ধ পাচ্ছেন রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!