এখন পড়ছেন
হোম > জাতীয় > সংসদ অচল কিন্তু সাংসদদের বেতন কিন্তু ঠিক ‘চুপিসারে’ বেড়ে গেল

সংসদ অচল কিন্তু সাংসদদের বেতন কিন্তু ঠিক ‘চুপিসারে’ বেড়ে গেল


সংসদে কাজ না হলেও চুপিসারে বাড়ানো হলো সাংসদদের বেতন। গত কয়েকদিন ধরে সংসদে সরকারের মিত্রপক্ষ গন্ডগোল বাঁধিয়ে সংসদকে অচল রাখছে ফলে স্পিকার সুমিত্রা মহাজন ;অনাস্থা প্রস্তাব’ আন্তে পারছেন না। এমনটাই দাবি বিরোধী নেতাদের। জানা গেছে গত বাজেটেই সাংসদদের বেতন দ্বিগুন করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুন জেটলি। সম্প্রতি সাংসদদের অন্যান্য ভাতা বৃদ্ধিরও সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সুটের খবর, নির্বাচনী ভাতা ৪৫ হাজার থেকে বেড়ে হয়েছে ৭০ হাজার টাকা, অফিস খরচের জন্য ৪৫ হাজার থেকে বেড়ে হয়েছে ৬০ হাজার। আর এটাই এদিন অনুমোদন করেছে কমিটি। বিষয়টি তৃণমূলের ডেরেক ও ব্রায়েন বলেন, ”শুধু দুই সাংসদ কেন? তৃণমূলের ৪৭ জন সাংসদ বেতন বৃদ্ধির বিরুদ্ধে। তৃণমূলই একমাত্র দল, যারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।” এদিন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি ও অন্য এক সাংসদ দাবি করেন, সংসদে কাজ না হলে বেতন নেওয়াও উচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!