এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে মনোনয়ন জমা দিয়েও পঞ্চায়েতের লড়াই থেকে নাম প্রত্যাহার মন্ত্রী-পত্নীর

জল্পনা বাড়িয়ে মনোনয়ন জমা দিয়েও পঞ্চায়েতের লড়াই থেকে নাম প্রত্যাহার মন্ত্রী-পত্নীর

রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরার স্ত্রী প্রীতিকনাদেবী সংসদীয় রাজনীতি তে প্রবেশের সিদ্ধান্ত নিয়েও মনোনয়ন পত্র ফিরিয়ে নিলেন।তার সিদ্ধান্তে কানাঘুষো শুরু হয়ে গেছে বাঁকুড়ার রাজনীতিরর বাতাসে।কিন্তু কেন মন্ত্রী ঘরণীর এমন সিদ্ধান্ত? আসুন দেখে নেওয়া যাক্।
বাঁকুড়াট বিষ্ণুপুর মহাকুমা শাসকের দফতরে ৪ ই এপ্রিল মনোনয়ন পত্র জমা দিতে এসেছিলেন প্রীতিকনা দেবী।পরে ওই একই আসনে জমা পড়েছে শ্যামল সাঁতরার ভগনীপতি তথা তৃণমূল নেতা শ্যামল সাঁতরারর এবং জয়পুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতু মাধব পোড়েলের মনোনয়ন পত্র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একই আসনে তিনটি কোণের চাপ থেকে মুক্তি দিতে এবং অন্তর্দ্বন্দ্বকে এড়িয়ে চলতে প্রীতিকনা দেবী প্রার্থী পদ থেকে নিজেকে সরালেন এমনই জানা যাচ্ছ।যদিও প্রকাশ্যে তিনি কিছুই বলেননি।এমনকি রামপ্রসাদ মল্ল ও মাধব পোড়েলও এ ব্যাপারে নিরুত্তরই থেকেছেন।তারা নাকি প্রীতিকনা দেবীর সাথে যোগাযোগই করতে পারেননি। তবে শ্যামল সাঁতরা খবরের সত্যতারর স্বীকৃতি দিয়ে জানিয়েছেন যে তার স্ত্রীর মনোনয়নপত্র তিনিই বাতিল করেছেন আর পুরো ব্যাপারটাই দলের সিদ্ধান্ত আর যা হয়েছিলো দলগত ভুল বোঝাবুঝি আর হটকারিতার কারণে।ওই কেন্দ্র থেকে মাধব পোড়েলই তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে লড়বেন। তবে রাজনৈতিক মহলের মতে একদিকে রয়েছে দলের অন্তর্দ্বন্দ্ব, আর অন্যদিকে পারিবারিক টানাপোড়েন আর এই দুইয়ের মাঝে পরেই প্রীতিকণাদেবী নির্বাচনী লড়াই থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিষয়টি প্রকাশ্যে মানতে নারাজ তৃণমূলের কেউই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!