এখন পড়ছেন
হোম > জাতীয় > মধ্যপ্রদেশে বিজেপির গদি উল্টে দিতে মাস্টারস্ট্রোক দিয়ে এক ঢিলে দুই পাখি মারলেন রাহুল

মধ্যপ্রদেশে বিজেপির গদি উল্টে দিতে মাস্টারস্ট্রোক দিয়ে এক ঢিলে দুই পাখি মারলেন রাহুল


এই বছরের শেষে মধ্যপ্রদেশ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের কংগ্রেসের দলীয় সভাপতি নির্বাচিত হলো। দলের প্রবীণ নেতা কমল নাথ দলের হাইকমান্ডের নির্দেশে রাজ্য সভাপতি মনোনীত হলেন। ফলে স্বভাবতই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের সাথে কমল নাথের রাজনৈতিক যুদ্ধ শুরু হবে জোর কদমে। অল্প কয়েকদিন আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কংগ্রেসের প্লেনারি অধিবেশনে নবীন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা বলেছিলেন ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাই রাজনৈতিক মহলের অনেকেরই মনে হয়েছিলো হয়তো জ্যোতিরাদিত্য সিন্ধিয়া হতে পারেন মধ্যপ্রদেশের সম্ভাব্য মুখ্যমন্ত্রী। কিন্তু বিজেপি শাসিত মধ্যপ্রদেশ রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতিপত্তির কাছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কতটা কার্যকরী ভূমিকা গ্রহন করতে পারবেন সেই বিষয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট সংশয়ে ছিলেন। আবার অল্প বয়েসী জ্যোতিরাদিত্যকে সভাপতি মনোনীত করলে রাজ্যের অন্যসব বর্ষীয়ান নেতারা বিষয়টা কতটা সহজ ভাবে গ্রহণ করবেন সেখানেও দ্বিধা কাজ করেছিলো। রাজনৈতিক সমালোচকদের মতে কমলনাথ কে সভাপতি মনোনীত করে কংগ্রেস দল বেশ বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিলো। আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেই যে কংগ্রেস নির্বাচনী লড়াইয়ে অংশ গ্রহন করবে সে বিষয়ে এখন নিশ্চিতভাবেই বলা যায়। তবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে একেবারে অবহেলা করা হয়নি। তাঁকে প্রচার কমিটির চেয়ারম্যান পদাভিসিক্ত করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!