এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকুল অনুগামীদের জন্য দুঃসংবাদ বয়ে আনলো বিজেপি

মুকুল অনুগামীদের জন্য দুঃসংবাদ বয়ে আনলো বিজেপি

বিজেপিতে যোগ দিয়েছেন তা প্রায় অনেক দিনই হলো। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোন সাংবিধানিক পদ দেয়নি বিজেপি। মোটে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন যে বিজেপির পঞ্চায়েত নির্বাচন কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মুকুলবাবুকে। তিনিই এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রধান হিসাবে সমস্ত দায়িত্ত্ব নেবেন।কিন্তু সে তো এমন কিছু নয়। তাই আশায় বুক বেঁধে মুকুলবাবুর অনুগামীরা ভেবেছিলেন যে মুকুলবাবুকে হয়তো রাজ্য সভার প্রার্থী করা হবে বিজেপির পক্ষ থেকে। কিন্তু এদিন সব আশায় জল ঢেলে নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় অফিস থেকে বুধবার একটি তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে মুকুলবাবুর নাম নেই।সেখানে আছে উত্তরপ্রদেশ থেকে অর্থমন্ত্রী অরুণ জেটলি, মধ্যপ্রদেশ থেকে থাওয়ার চাঁদ গেহলট, গুজরাত থেকে মনসুখা মন্ডভিয়া এবং পুরুষত্তম রুপালা, হিমাচলপ্রদেশ থেকে জগত প্রসাদ নাড্ডা, বিহার থেকে রবিপ্রসাদ এবং রাজস্থান থেকে ভুপেন্দার যাদব। এদিকে রাজ্য সভার সাংসদ না হলে ভবিষ্যতে তিনি মন্ত্রী হবেন কি করে তা নিয়েও চিন্তিত ভক্তকুল।তবে যাই হোক মুকুলবাবু আস্তে আস্তে বিজেপিতে ভালো একটা জায়গা দখল করবেন তা নিয়ে আশা ছাড়ছেন না ভক্তকুল। তাদের মতে বড় কোনো পদ তাদের প্রিয় দাদার জন্য অপেক্ষা করছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!