এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘প্রতারণা মামলায়’ বাগে আনা যাচ্ছে না মুকুল রায়কে, আদালতের হাত ধরে স্বস্তি বিজেপি নেতার

‘প্রতারণা মামলায়’ বাগে আনা যাচ্ছে না মুকুল রায়কে, আদালতের হাত ধরে স্বস্তি বিজেপি নেতার


সম্প্রতি প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা মুকুল রায় ঘনিষ্ঠ আত্মীয়। এই ঘটনার পর থেকেই উদ্বেগে মুকুল রায়। এই পর্যন্ত মুকুল বাবুর শ্যালক সৃজন রায়ের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনার বীজপুর থানায় যে ৯ টি অভিযোগ জমা পড়েছে জানা গেছে সেখানে নাম রয়েছে তাঁরও। এই অভিযোগ থেকে নিজের নাম বাদ দিতে কলকাতা হাইকোর্টের স্মরণাপন্ন হয়েছিলেন মুকুল রায়। শুক্রবার ছিলো এই মামলার শুনানির দিন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন আদালতের শুনানির রায়ে জানানো হলো মুকুল রায়কে এই মামলার অভিযোগে আগামী ৬ই জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না । এই মামলা প্রসঙ্গে এদিন আদালতে মুকুল রায়ের আইনজীবী পারামজিত্‍ সিং পাঠওয়ালিয়া বললেন, ”এই ঘটনা রাজৈনিতক উদ্দেশ্যপ্রণোদিত।” নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে তিনি বললেন,  ২০১২ সালে প্রতারণার অভিযোগ হয়েছিল। সেই অভিযোগ দায়ের করা হল ২০১৮ সালে। প্রতারিতরা কেন এতদিন চুপ করে রইলেন? যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তাঁর এই বক্তব্যের তীব্র বিরোধীতা করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!