ঘনিষ্ঠ আমলাকে সরিয়ে নবান্ন থেকে বড় বার্তা মেয়রকে, বাড়ছে জল্পনা রাজ্য April 24, 2018 ঘনিষ্ঠ আমলাকে সরিয়ে নবান্ন থেকে কি বড় বার্তা দেওয়া হলো মেয়রকে, বাড়ছে জল্পনা। আবাসন দফতর ও পুরো কমিশনারের সচিব ছিলেন খলিল আহমেদ। সম্প্রতি নবান্নের তরফে আবাসন দফতরের সচিব পদ থেকে খলিল আহমেদকে সরিয়ে ওঙ্কার সিং মিনাকে ওই পদে অধিষ্ঠিত করা হয়েছে। বেশ কয়েকজন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে নগরোন্নয়ন দফতরের দায়িত্বে এসেছেন সুব্রত গুপ্ত এবং কৃষি সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। মূলত শোভন চট্টোপাধ্যায়ের দাম্পত্য কলহের কারণে বারংবার বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শাসকদল। নানা সময়ে নানারকম অভিযোগ উঠেছে শোভনবাবুর বিরুদ্ধে। পুলিশের ওপর মহলে স্ত্রীর বিরুদ্ধে তিনিও অভিযোগ করেছেন বহুবার। তাছাড়া বান্ধবীর বৈশাখীর সাথে সম্পর্কও প্রকাশ্যে এনে বিড়াম্বনায় ফেলেছেন দলকে। আর তাই এই রদবদলের মাধ্যমে রাজ্যের শাসকদল শোভনবাবুকেও সতর্কবার্তা দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। আপনার মতামত জানান -