এবার ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তিনতলা ভবন বানাতে চলেছে রাজ্য সরকার বিশেষ খবর রাজ্য December 1, 2017 রাজ্য সরকারের স্কলারশিপ পেতে গিয়ে আবেদন প্রক্রিয়ার সময়েই অসুবিধায় পড়তে হয় অগুনতি ছাত্রছাত্রীকে – এই হাহুতাশ দীর্ঘদিনের। আর তা দূর করতে এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, নবান্নের লাগোয়া এলাকায় আবেদনপত্র গ্রহণ করার জন্য নতুন এক তিনতলা ভবন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে একতলায় মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি বা স্কলারশিপের আবেদন জমা দেওয়া যাবে। দোতলায় থাকা মুখ্যমন্ত্রীর সচিবালয়ের অফিসাররা অভিযোগ খতিয়ে দেখবেন এবং স্কলারশিপের বিষয়টি দেখভাল করবেন। আর তিনতলায় থাকবে গেস্ট হাউস যা, নবান্নে আসা কোনও অফিসারের বাড়ি ফিরতে সমস্যা হলে বা নবান্নে কর্মরত অফিসারদের রাতে থাকতে হলে কাজে লাগবে। নবান্নের একতলায় অভিযোগ সেলে ৮ নম্বর কাউন্টারে স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা আবেদন জমা দেয়। এই আবেদনপত্র গ্রহণ করার জন্য নতুন ভবন তৈরি হলে নবান্নের উপরে চাপ অনেকটাই কমে যাবে এবং আর রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না ছাত্রছাত্রীদের এমনটাই জানিয়েছেন তিনি। আপনার মতামত জানান -