এখন পড়ছেন
হোম > রাজ্য > পরবর্তী নেতানেত্রী তৈরি করতে নেতানেত্রীদের ছেলেমেয়েদের জন্য নতুন নির্দেশ মুখ্যমন্ত্রীর

পরবর্তী নেতানেত্রী তৈরি করতে নেতানেত্রীদের ছেলেমেয়েদের জন্য নতুন নির্দেশ মুখ্যমন্ত্রীর

নজরুল মঞ্চে দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলের কর্মীদের পাশাপাশি দলের নেতা -নেত্রীদের ছেলেমেয়েদেরকেও নির্দেশ দিলেন দলের জন্য ঝাঁপাতে। এদিন তিনি জানান যে, নেতা-কর্মীদের ছেলেমেয়েদের গায়ে-গতরে খাটতে হবে।পাশাপাশি বলেন ওদের বলুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গিয়ে কাজ করতে। এদিন এই নিয়েই জল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন বিজেপিকে আটকাতে এবার নতুন মুখ চাইছেন নেত্রী আর তা দলের নেতা নেত্রীদের সন্তানদের কেই টার্গেট করছেন। যদিও এতে পরিবারতন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে। কেননা দলে আগে থেকেই পরিব্বার তন্ত্রের অভিযোগ উঠেছে। আর এটা বলে আবার সেই জল্পনায় বাড়ালেন নেত্রী বলে মত রাজনৈতিকমহলে। প্রসঙ্গত তিনি এদিন বলেন, “বিজেপির মতো আমাদের এত পয়সা নেই। ওরা সবসময় সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করে বেরাচ্ছে। এর জবাব দিতে হবে। নেতা-কর্মীদের ছেলেমেয়েদের গায়ে-গতরে খাটতে হবে। ওদের বলুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গিয়ে কাজ করতে।” যদিও অনেকের কথায় যারা ইতিমধ্যেই তৃণমূলের কোনো না কোনো পদে আছেন তাদের দিকেই এই নির্দেশ ছুড়েছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!