এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশ কি পেতে চলেছে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী, জল্পনা তীব্র করলেন প্রাক্তন বিজেপি মন্ত্রী

দেশ কি পেতে চলেছে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী, জল্পনা তীব্র করলেন প্রাক্তন বিজেপি মন্ত্রী


প্রাক্তন বিজেপি মন্ত্রী রাম জেঠমালানিই পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মমতা বন্দোপাধ্যায় প্রধান পছন্দ। এক্ষেত্রে আবার রাজনৈতিক মহল মনে করছে, ২০১০ সালে সুপ্রিম দরবারে এই বর্ষীয়ান আইজীবির শরণাপন্ন হয়েছিলেন মোদি-শাহ জুটি কালো টাকা উদ্ধারের জন্য। তিনি তাদের সাহায্য করেছিলেন কিন্তু পরবর্তীকালে তাকে দলের বাইরে চলে যেতে হয়।
তবে কিছুদিন আগেই মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরাজিত করার জন্য যশবন্ত সিনহা, অরুণ শৌরি, শত্রুঘ্ন সিনহার কাছ থেকে দীর্ঘ চিঠি চান। তারাই জেঠমালানির কাছে সমর্থন চেয়েছিলেন বলে জানা গিয়েছে। জেঠমালানি বলেন – ‘তাঁকে গনতন্ত্রের শাসক আক্ষা দিয়েছেন, বলেছেনে তিনি একমাত্র বর্তমানের নেত্রী যিনি সরাসরি নরেন্দ্র মোদীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন, হতে পারেন গণতন্ত্র নামক মন্দিরের প্রধান পূজারিণি৷’ জেঠমালানির এই তৃণমূলের বহু নেতা আবেগাপ্লুত হলেও রাজনৈতিক মহল অবশ্য মনে করছে, জেঠমালানি হয়তো মমতা কি দিয়েই তার প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত এবং গুপ্ত ইচ্ছাকে পূরণ করতে চান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!