এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ঝাঁটা হাতে নির্বাচন কমিশনে অভিনব প্রতিবাদ বিজেপিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের

ঝাঁটা হাতে নির্বাচন কমিশনে অভিনব প্রতিবাদ বিজেপিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের

সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে মনোনয়নেরপত্র পেশের অতিরিক্ত দিন ধার্য  করার পর মঙ্গলবার সকালে তা বাতিল করেছে নির্বাচন কমিশন। এই ঘটনায় স্বভাবতই রেগে আগুন বিরোধীদলের নেতৃবর্গ। মঙ্গলবার কমিশনের দফতরে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় । তিনি ঝাঁটা হাতে কমিশনে গিয়ে বিক্ষোভ দেখালেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিকে বিরোধীদের উত্তেজনার অনুমান করে নির্বাচন কমিশন আগে থেকেই তৈরী ছিলো। এদিন সকাল থেকেই ওই চত্বরে ১৪৪ ধারা জারি ছিল। ব্যারিকেড দিয়ে পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছিল। বহু পুলিশ ও মোতায়েন ছিল এদিন। নির্বাচন কমিশনের দফতরে ধারাবাহিকভাবে প্রথমে হাওড়া জেলার বামফন্টের পক্ষ থেকে কমিশনে বিক্ষোভ দেখানো হয়। তাদের আটক করে পুলিশ। এরপর চারটের একটু আগেই বিজেপি ও কংগ্রেস একসঙ্গে কমিশনের দফতরে আসে। একদিক দিয়ে লকট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির মহিলা মোর্চা ঝাঁটা হাতে আসে। এদিন বিজেপি নেত্রী  লকেট চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মনোনয়নের দিন বাড়িয়েও তা প্রত্যাহার করলেন নির্বাচন কমিশনার। ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা।” অল্প মধ্যেই পুলিশ দু দলের বিক্ষোভকারীদের আটক করে লালবাজারে পাঠায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!