এখন পড়ছেন
হোম > রাজ্য > মনোনয়ন জমা নিয়ে কোনো ‘অশান্তি’ নেই, কয়েকটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ দাবি এডিজি আইনশৃঙ্খলার

মনোনয়ন জমা নিয়ে কোনো ‘অশান্তি’ নেই, কয়েকটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ দাবি এডিজি আইনশৃঙ্খলার


শাসকদলের হামলার ভয়ে বেশিরভাগ জায়গাতেই মনোনয়ন জমা দিতে পারেনি অভিযোগ বিজেপির। আর তাছাড়া প্রায় প্রত্যেকদিনই মনোনয়নকেন্দ্রে নানা ঝামেলা সন্ত্রাসের অভিযোগ উঠছে। কিন্তু রাজ্যের এডিজি   অনুজ শর্মা আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ নিয়ে অশান্তিকে বিচ্ছিন্ন ঘটনা বলে বিশ্লেষন করলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন পরিসংখ্যান দিয়ে তিনি কার্যতই রাজ্যবাসীকে সচেতন করে বললেন কড়া ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের উচ্চ পদস্থ এই অধিকর্তা এদিন আরোও বললেন, ”পরিসংখ্যান বলছে, সকলেই মনোনয়নপত্র জমা দিতে পারছেন। দু’দিনে ১৬৯২টি মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল। বিজেপি জমা দিয়েছে ১১৪৬টি মনোনয়নপত্র। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নেই চলছে মনোনয়নপত্র জমার প্রক্রিয়া।রায়গঞ্জে বহিরাগতরা হামলা চালিয়েছে। বিহার, ঝাড়খণ্ড থেকে লোক ঢুকছে।” একই দাবি করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন সংবাদমাধ্যমকে বললেন , ”বহিরাগতদের দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। সাম্প্রদায়িক তাস খেলে উন্নয়ন ব্যাহত করছে বিজেপি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!