এখন পড়ছেন
হোম > রাজ্য > মনোনয়ন প্রত্যাহারে চাপ শাসকদলের ও পুলিশের, কমিশনের সাহায্য চাইলেন বিজেপি প্রার্থী

মনোনয়ন প্রত্যাহারে চাপ শাসকদলের ও পুলিশের, কমিশনের সাহায্য চাইলেন বিজেপি প্রার্থী


বাঁকুড়ার তালডাংরা জেলা পরিষদের বিজেপি প্রার্থী রীতা বাউড়ি এদিন শাসকদল ও স্থানীয় পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনে নির্বাচন কমিশনের দফতরে হাজির হলেন। বুধবার তিনি স্বামী অবনী বাউড়িকে সঙ্গে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এসে নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের নিরাপত্তার প্রয়োজনে পুলিশি সহায়তার আবেদন জানান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন বিজেপি প্রার্থী রীতাদেবী তাঁর বয়ানে জানালেন মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য তাঁকে শাসকদলের দুষ্কৃতীরা এবং স্থানীয় থানার পুলিশরা চাপ দিতে থাকে। এমনকি খুন করারও হুমকি দেওয়া হয়। তাঁর ছেলে তালডাংরা থানাতেই গ্রামীণ পুলিশে চাকরি করেন। সঞ্জয় মণ্ডল ও শুভাশিস হালদার নামে দুই পুলিশ অফিসার তাঁর ছেলেকে দিয়েও মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিয়েছেন। বর্তমানে দুষ্কৃতিদের ভয়ে তিনি বাড়ি ছাড়া বলে জানালেন। বাড়িতে ঢুকলে তা প্রাণঘাতী হতে পারে বলেও তিনি আশঙ্কা করছেন। এদিন তিনি বললেন, “কমিশনারের কাছে পুলিশি সহায়তা ও নিশ্চিন্তে নির্বাচনী প্রচারের আবেদন জানাচ্ছি।” কমিশন সূত্রে জানা গিয়েছে সমস্ত ঘটনার কথা জেনে কমিশনের তরফ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে।

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল, আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – Priyo Bandhu Bengali  (https://www.facebook.com/pbmediaofficial/)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!