এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘শাসানি’ দিতে গিয়ে পাল্টা প্রতিরোধের মুখে তৃণমূল-কর্মী,সিপিআইএম প্রার্থীর পাশে গ্রামবাসী

‘শাসানি’ দিতে গিয়ে পাল্টা প্রতিরোধের মুখে তৃণমূল-কর্মী,সিপিআইএম প্রার্থীর পাশে গ্রামবাসী

উওর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রত্যাহারের ‘শাসানি’ দিতে গিয়ে ফের প্রতিরোধের মুখে পড়লেন শাসকদলের কর্মী,এমনটাই জানা গেছে।ওই ব্লকেরই ১৩ নম্বর জেলা পরিষদের আসনে তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন স্থানীয় বিধায়ক বীণা মন্ডল।এই বিধায়কের বিরুদ্ধে অভি্যোগ উঠেছে যে তিনি সিপিএম প্রার্থী সুপ্রিয়া মন্ডল ও তাঁর স্বামী সন্দীপ মন্ডলকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য গত কয়েকদিন ধরে হুমকি দিচ্ছিলেন। পাশাপাশী চারঘাট অঞ্চলের দুই তৃণমূল কর্মী দেবাশিস মন্ডল ও বিপ্লব নাকি রবিবার থেকে হুমকি দিচ্ছে এই সিপিএম প্রার্থীকে এমনটাই অভিযোগ করা হয়েছে।মনোনয়ন প্রত্যাহার করলে টাকা,চাকরি সবই মিলবে আর ভোটে দাঁড়ালে ফল খারাপ হবে এমনটাই নাকি হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে সিপিআইএম প্রার্থীর তরফ থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মঙ্গলবার রাতে আবার ওই দুই শাসকদলের কর্মী সুপ্রিয়া মন্ডলের বাড়ি গেলে,খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা জড়ো হয় সুপ্রিয়া দেবীর বাড়ির চারপাশে।আটক করে মারধোর করেন ওই দুজনকে।এই খবর পেয়ে চারঘাট ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার তাপস ঘোষের নেতৃত্বে পুলিশকর্মচারীরা ওই দুজনকে উদ্ধার করতে যান।গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পড়েন এবং আক্রান্ত হয়ে ফিরে যান।পরে স্বরূপনগর থানা থেকে পুলিশের বড় বাহিনী যায় ওই দুই আটক হওয়া তৃণমূলকর্মীকে উদ্ধার করতে।
এদিনের ঘটনা প্রসঙ্গে সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক দেবাশিষ দত্ত জানান,”ওই দুই তৃণমূল কর্মী বলেছিলেন যে তাঁরা বীণা মন্ডলের দেওর।রবিবার তাঁরা সুপ্রিয়া মন্ডলের বাড়িতে এসে হুমকি দিয়ে যান।মঙ্গলবার ফের আসেন কিন্তু এ বার হাতেনাতে ধরা পড়ে যান।”কংগ্রেসের ব্লক সভাপতি ক্ষীরোদ ঘোষ এ প্রসঙ্গে জানান যে,সিপিএম প্রার্থীকে তাঁরাও সমর্থন করছেন। এই আসন থেকে এবার তৃণমূল জিততে পারবে না বলেই লোক পাঠিয়ে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিচ্ছিলেন।কিন্তু সেটা সফল হয়নি শুধুমাত্র এলাকাবাসীর সচেতন তৎপরতায় এবং প্রতিরোধ গড়ে তোলায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!