এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত ভোট মিটলেই রাজ্যের উন্নয়নে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েত ভোট মিটলেই রাজ্যের উন্নয়নে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাইকোর্টের স্থগিতাদেশে যেমন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের কার্য পদ্ধতি থেমে আছে একইরকম ভাবে নির্বাচনের কারণে সাময়িকভাবে রাজ্যের উন্নয়ন পরিকল্পনার কাজও অবরুদ্ধ হয়ে রয়েছে । রাজ্যের উন্নয়নের পরিকল্পনা বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন নির্বাচন পর্ব সুষ্ঠভাবে সমাপ্তির পর তিনি রাজ্যের উন্নয়ন পরিকল্পনার কাজে হস্তক্ষেপ করবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই পরিকল্পনা তালিকার শীর্ষে রয়েছে খাদ্য দফতর। রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যে ১,৫০০ নতুন রেশন দোকানকে ডিলারশিপ দেওয়া হবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন কী করে নতুন রেশন দোকানের ডিলারশিপ পাওয়া যাবে সে বিষয়েও। রেশন দোকানের ডিলারশিপ পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে খাদ্যমন্ত্রী বললেন , জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, আপাতত দোকানের ডিলারশিপ দেওয়া হবে মূলত মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে। এরজন্য ১০ জন করে মহিলাকে নিজেদের একটা দল তৈরি করে রেশন দোকানের ডিলারশিপের জন্য আবেদন করতে হবে। আবেদন মঞ্জুরের পর নিজেদের বাড়ির একাংশেই তাঁরা রেশন দোকান খুলতে পারবেন। এক্ষেত্রে সরকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে কোনও টাকা নেবে না। নিজের ঘোষিত প্রকল্পের বিশদে বিশ্লেষন করে অবশেষে খাদ্যমন্ত্রী বললেন, “মহিলারা খুব দায়িত্ববান ও সৎ হন। তাই তাঁদের হাতে রেশন দোকান ভালো চলবে বলে আশা করছি।” পঞ্চায়েত নির্বাচনের জন্যে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়াতে এখনই এই বিষয়ে সরকার কোনও বিজ্ঞপ্তি জারি করছে না তবে নির্বাচন পদ্ধতি সাঙ্গ হলেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!