এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত-ভোটের ফলাফল নিয়ে কি বললেন অনুব্রত

পঞ্চায়েত-ভোটের ফলাফল নিয়ে কি বললেন অনুব্রত


পঞ্চায়েত  ভোট জয়ের পর মুখ খুললেন অনুব্রত মন্ডল। এদিন তিনি জানান যে, “রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন। রাস্তায় দাঁড়িয়ে থাকবে উন্নয়ন।বীরভূমের পঞ্চায়েত ভোটে উন্নয়নের প্রতিচ্ছবি ধরা পড়েছে। বাকি উন্নয়নের নজির তিনি দেখাবেন আসন্ন লোকসভায়।” বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল সাথে দাপটের সঙ্গে দাবি করলেন করলেন যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেও তিনি যা দাবী করেছিলেন -মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে গিয়েছেন তার ভিত্তিতেই হবে ভোট। রাস্তার ধারে উন্নয়ন দাঁড়িয়ে আছে। উন্নয়ন দেখেই মানুষ তৃণমূলকে বেছে নেবে। এখানে অন্য পার্টির প্রভাব নেই। তাই হয়েছে। যদিও তিনি বলেছিলেন তখন যে তাঁরা প্রার্থী দিতেও পারবেন না।এরসঙ্গে তিনি এটাও বলেছিলেন যে বিরোধীরা যদি প্রার্থী দিতেও চান তারও ব্যবস্থা করে দেবেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁর এই ‘রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকা’ র মন্তব্য তীব্রভাবে সমালোচিত হয়েছিলো বিরোধীমহলে। এই মন্তব্যের জেরে বহু বিতর্কের সম্মুখীনও হতে হয়েছিলো তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে। তবে পঞ্চায়েত মনোনয়ন পর্বের এসব বিতর্কিত অধ্যায় আটকে রাখতে পারেনি ঘাসফুলের জয়কে। বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণার পর জেলার বেশীরভাগ আসনেই খুশির জোয়ার লক্ষ্য করা গেছে তৃণমূল শিবিরে। তাই উচ্ছ্বাস প্রকাশ করতে পিছপা হননি অনুব্রত বাবু। এবার তাঁদের লক্ষ্য যে ২০১৯ এর লোকসভা ভোট এবং লোকসভা ভোটেও যে মানুষ উন্নয়নকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখবেন তাও তিনি সদর্পে জানিয়ে দেন। অর্থাৎ বিরোধীরা যে শাসকদলের উন্নয়নের সামনে টিকতে পারবে না তাও একরকম বুঝিয়েই দিলেন তিনি এদিন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!