এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের জটিলতায় ‘ভরসার লোক’ হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ‘সন্দেহের পাত্র’, জল্পনা চরমে

পঞ্চায়েতের জটিলতায় ‘ভরসার লোক’ হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ‘সন্দেহের পাত্র’, জল্পনা চরমে

পঞ্চায়েতের জটিলতায় ‘ভরসার লোক’ হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ‘সন্দেহের পাত্র’, বিষয়টি নিয়ে  জল্পনা চরমে। পঞ্চায়েত নির্বাচনে যাঁকে সবথেকে বেশি ভরসা করেছিলেন তাঁর সাথেই মতবিরোধিতায় জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন দুই কমিশনারদের প্রথা না মেনে বর্তমান কমিশনার অমরেন্দ্র কুমার সিংহ প্রথম থেকেই রাজ্য সরকারের সাথে পায়ে পা মিলিয়ে চলেছে। এমনকি মনোনয়ন জমা দেওয়ার দিন বাড়িয়েও সেই বিজ্ঞপ্তি তুলে নেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু এরপরেই কোর্টের নির্দেশে মনোনয়নের সময়সীমা একদিন বাড়িয়ে রাজ্যের সঙ্গে তাল কেটেছে তাঁর। জানা গেছে রাজ্য সরকার এক দফায় ভোট গ্রহণ করতে চাইলে অমরেন্দ্রবাবু দু দফায় ভোট গ্রহণের প্রস্তাব দেন। এরপরেই মুখ্যমন্ত্রী একটি সাক্ষাৎকারে জানান, ”কমিশন স্বয়ংশাসিত সংস্থা। তারা (কমিশন) কি আমাদের সব কথা শোনেন! শুনলে এত প্রবলেম হত না।” কোর্টের নির্দেশে নির্বাচন- নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কমিশনার বেঁকে বসলে রাজ্যের সাথে কমিশনারের সম্পর্ক খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। আর তাই কমিশনারের দিক পরিবর্তন বুঝতে নাজেহাল হচ্ছে শাসকদল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!