এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতে নামের সমস্যার সমাধানে বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের

পঞ্চায়েতে নামের সমস্যার সমাধানে বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের


পঞ্চায়েত নির্বাচন পর্বে এক নতুন সমস্যা সামনে এল  নামবিভ্রাট। শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে গাইঘাটার জলেশ্বর পঞ্চায়েতের দুটি গ্রামে। জানা গেছে,গাইঘাটার জলেশ্বর পঞ্চায়েতের রামপুর গ্রামে বামেদের তরফের নির্দল প্রার্থীর নাম ললিতা বিশ্বাস এবং এঁনার বিপক্ষে যিনি নির্দলের হয়ে লড়ছেন তাঁর নামও ললিতা বিশ্বাস। একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেলো ট্যাংরাতেও। বাম সমর্থিত নির্দল প্রার্থী রূপালি বিশ্বাসই লড়ছেন অন্য নির্দল প্রার্থী  রূপালি বিশ্বাসের বিরুদ্ধে। এই নিয়েই মহাসসমস্যায় পড়েছে এলাকাবাসী। কোন ললিতাকে তাঁরা ভোট দেবেন বা কোন রূপালির নামের পাশে ছাপ মারবেন তাই নিয়ে গোলকধাঁধায় তাঁরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাই সমস্যার সমাধানে প্রার্থীরা এদিন গেলেন জেলা প্রশাসনিক আধিকারিকদের কাছে। তাঁরা নামবিভ্রান্তির জট কাটাতে প্রার্থীদের ডাকনাম ব্যবহারের  সিদ্ধান্ত নিয়েছেন। গাইঘাটার বিডিও বিব্রত সরকারের বক্তব্য,”দুই ললিতা বিশ্বাসের মধ্যে একজনের ডাক নাম লতা। ব্যালট পেপারে তাঁর নামের পাশে ব্র্যাকেটে ডাক নামও ব্যবহার করা হবে। প্রচারেও তিনি সেই ডাক নাম ব্যবহার করতে পারবেন। অন্যদিকে দুই রূপালি বিশ্বাসের মধ্যে একজনের ডাক নাম রূপা। তার ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া দু’জনকে আলাদা প্রতীকও দেওয়া হয়েছে।”এ ব্যাপারে প্রাসঙ্গিক উওর ২৪ পরগনার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অাধিকারিক ভাস্কর পালের বক্তব্য। তিনি জানান যে প্রার্থীদের কাছ থেকে অভিযোগ আসার পরই ব্যাপারটা খতিয়ে দেখে নামবিভ্রাট সমস্যার সমাধান করা হয়েছে। জেলা প্রশাসনিক আধিকারিকরা সমাধানকল্পে আরো জানিয়েছেন যে রামপুরের বামেদের পক্ষের নির্দল প্রার্থী ললিতা বিশ্বাসকে দেওয়া হয়েছে লাঙল চিহ্ন এবং অন্য ললিতা (ডাকনাম লতা) পেয়েছেন কুঠার চিহ্ন। অন্যদিকে ট্যাংরা গ্রামের রূপালি বিশ্বাস(ডাকনাম রূপা)লড়বেন কুঠার চিহ্নে এবং বামেদের তরফের রূপালি বিশ্বাস লড়বেন লাঙল চিহ্নে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!