এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কোন পথে কবে হবে পঞ্চায়েত? উত্তরের খোঁজে আজ আদালতের দিকে তাকিয়ে সবপক্ষই

কোন পথে কবে হবে পঞ্চায়েত? উত্তরের খোঁজে আজ আদালতের দিকে তাকিয়ে সবপক্ষই

কোন পথে কবে হবে পঞ্চায়েত? উত্তরের খোঁজে আজ আদালতের দিকে তাকিয়ে সবপক্ষই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানির হতে চলেছে। সংশ্লিষ্ট মহলের মতে আজই ঠিক হয়ে যেতে পারে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ অর্থাৎ নির্বাচন ঘোষিত সূচি মেনেই হবে কিনা। রাজ্য নির্বাচন কমিশনকে শীর্ষ আদালত আজ পর্যন্ত নির্বাচনের সমস্ত প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেয়। এই নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে জেলা স্তরে পাঠানোর ফাঁকেই কিছু মনোনয়ন প্রত্যাহার হয়েছে। তবে এ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য সংগৃহিত হয় নি বলে জানা গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আবার শীর্ষ আদালতের বিচারপতি সুব্রত তালুকদারের জারি করা নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। ফলে সম্পূর্ণ লড়াই আজ আদালতেই হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ১৭ টি বামদল বিড়লা তারামণ্ডলের কাছে জওহরলাল নেহেরুর মূর্তির সামনে থেকে ধর্মতলা অবধি মিছিলে নামতে চলেছে। প্রদেশ কংগ্রেস আজ রানী রাসমণি এভিনিউতে অনশনে বসবে এতে যোগ দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অর্থাৎ আদালতে লড়াইয়ের পাশাপাশি আজ বিরোধী শিবিরের আন্দোলন রাস্তাতেও। নববর্ষের দিনেও ছুটি মিললো না রাজ্য নির্বাচন কমিশনের। আদালতে রিপোর্ট জমা দেওয়ার বিষয় নিয়ে ব্যস্ত ছিল রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন প্রত্যাহারের সম্পূর্ণ তথ্য সংগ্রহ হয় নি আর তাই মনোনয়ন প্রত্যাহার বৈধ নাকি পুনরায় হবে সে বিষয়ে আদালতের নির্দেশই মানা হবে বলে জানিয়েছে কর্তারা। জেলা ব্লক স্তরে যোগাযোগের জন্য টেক্সট মেসেজের ব্যবস্থা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এই সংক্রান্ত প্রশিক্ষণও স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলো আদালত। আবার আদালতের কাছে জানানোর আশায় কতজন প্রার্থী মনোনয়ন জমা দিতে আগ্রহী ছিলেন, কোথায় কিভাবে বাধা দেওয়া হয়েছে সমস্ত হিসাব রাখছেন বিরোধীরা। অন্যদিকে শুনানির আশায় মুখিয়ে রয়েছে সমগ্র রাজ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!