এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের নিরাপত্তা – চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, একনজরে পুরো নিরাপত্তা ব্যবস্থা

পঞ্চায়েতের নিরাপত্তা – চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, একনজরে পুরো নিরাপত্তা ব্যবস্থা

শনিবার বিকেল ৫টা পর্যন্ত সময়ই নির্বাচনী প্রচার কার্যের জন্যে নির্ধারিত হয়েছিলো। শেষ মুহূর্তে রাজ্যের শাসক এবং বিরোধী সব দলেরই নির্বাচনী প্রচারের তৎপরতা ছিলো নজরকারা। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে চুড়ান্ত পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসন বিভিন্ন জায়গার অশান্তি জনক পরিস্থিতি তৈরী হলে তা থামানোর জন্যে সদা প্রস্তুত। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনের মোট ৪৭ হাজার ৪৫১টি বুথের মধ্যে ১৮ শতাংশ স্পর্শকাতর বলে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১১ শতাংশ অতি স্পর্শকাতর এবং ৭ শতাংশ কম স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।জানা গিয়েছে  প্রতি বুথেই একজন করে সশস্ত্র পুলিস এবং একজন করে লাঠিধারী কনস্টেবল থাকবেন। যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে দুটি বুথ তাকবে সেখানে মোতায়েন করা হবে সশস্ত্র পুলিশ ও লাঠিধারী কনস্টেবল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাও থাকছে ত্রিস্তরীয়। এদিকে, রাজ্যপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪টি রাজ্য থেকে এই রাজ্যের নির্বাচনে ১৮ কোম্পানি সশস্ত্র পুলিশ আনা হবে। এরমধ্যে সিকিম থেকে চার কোম্পানি এবং তেলেঙ্গানা থেকে দুই কোম্পানি, ওড়িশা থেকে দুই কোম্পানি এবং অন্ধ্রপ্রদেশ থেকে এক হাজার পুলিস কর্মী আসছে। জানা গিয়েছে এই ৪ টি রাজ্যের সরকারকে পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বাহিনীর আবেদন করে চিঠি পাঠায়। সশস্ত্র পুলিশ বাহিনী ছাড়াও বাহিনীর মধ্যে থাকছেন মাওদমনে বিশেষ পারদর্শী নিরাপত্তাকর্মীরাও। বিভিন্ন রাজ্য থেকে নিরাপত্তা কর্মীরা  এই রাজ্যে প্রবেশ শুরু করে দিয়েছে। তাঁদের রুটমার্চ ও শুরু হয়ে গিয়েছে । এদিন বাহিনীকে বিকেলের পর থেকে রাজ্যে বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!