এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগেই রাজ্য সরকারের দুশ্চিন্তা বাড়াতে আসরে অস্থায়ী কর্মীরা

পঞ্চায়েতের আগেই রাজ্য সরকারের দুশ্চিন্তা বাড়াতে আসরে অস্থায়ী কর্মীরা

বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত দপ্তরে এমজিএনআরইজিএ বা মহত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গারান্টি অ্যাক্টের আওতায় কাজকর্মের তদারক করা কর্মীরা গণঅবস্থান করলেন। জমা পড়েছে ডেপুটেশনও । গন অবস্থানকারী কর্মীদের বক্তব্য অনুসারে , রাজ্যের মা মাটি মানুষের সরকার সমাজের সকল অংশের স্বার্থে কাজ করছেন। পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন দপ্তর তাদের অস্থায়ী কর্মীদের সমস্যার সমাধানে বিজ্ঞপ্তি ও জারি করেছে।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু এমজিএনআরইজিএ – এর কর্মীদের জন্য কিছুই করা হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গল এমজিএনআরইজিএ অল এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে ‘আমাদের মূল দাবি, অবিলম্বে সমস্থ কর্মচারিদের ৬০ বছরের বেশি কর্মনিশ্চয়তা প্রদান করতে হবে। প্রতি বছর জব-রিনিউয়াল করতে হয়। ভবিষ্যত নিয়ে অত্যন্ত অস্বস্তিতে আছি।” এছাড়াও তাদের দাবির তালিকায় রয়েছে অস্থায়ী কর্মীদের নির্দিষ্ট বেতন কাঠামো কিংবা সপ্তম বেতন কমিশনের সুবিধাও সহ অবসরকলীন সুবিধা, সার্ভিস বুক, দুর্ঘটনা-বিমা এবং মহিলাদের ক্ষেত্রে চাইন্ড কেয়ার লিভ (সিসিএল) । উল্লেখ্য এমজিএনআরইজিএ প্রকল্পের সাফল্যের নিরিখে পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে দু বার শীর্ষ আসন লাভ করেছে। সাফল্যের ইতিহাসের কথা স্মরণ করিয়ে কর্মীরা বললেন, ”এই সাফল্যের পিছনে হাড়ভাঙা খাটুনি রয়েছে আমাদের। আসা করি রাজ্য সরকার সেটি দেখবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!