এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে বিরোধীশূন্য পঞ্চায়েত গঠনের হুঙ্কার আরো এক হেভিওয়েট মন্ত্রীর

জল্পনা বাড়িয়ে বিরোধীশূন্য পঞ্চায়েত গঠনের হুঙ্কার আরো এক হেভিওয়েট মন্ত্রীর

বিরোধী শূন্য পঞ্চায়েত গঠনের ডঙ্কা পেটাচ্ছেন রাজ্যের হেভিওয়েট নেতারা।শনিবার বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ বলেন যে “যেখানে বাধা,সেখানে পাল্টা মার দিচ্ছি।যেখানে আবার বাধা আসবে সেখানেও পাল্টা মার দেবো।”এই হুঙ্কারের এর পাল্টা জবাব দিতে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিরোধীশূন্য পঞ্চায়েত গঠনের ডাক দেন এবং এটাও জানান দেন তারা এবার ১০০% ভোটে জিতবে।মোদ্দাকথা হল তারা বুঝিয়ে দিলেন তৃণমূলদল রাজ্যে বিরোধীশূন্য পঞ্চায়েত গঠন করতে চান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ফিরহাদ হাকিমও বিজেপির রাজ্যসভাপতির কথার প্রত্যুত্তরে জানিয়েছিলেন যে বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই তারা বাজার গরম করতে ওসব ফিকির করছে।এসব মারমুখী কথাবার্তার জবাব তারা পাবে ভোটবাক্সে মানুষই তার জবাব দেবে।বিজেপি নেতারাই নাকি তাদের কথাতে পরিস্কার বোঝাচ্ছে যে কারা সন্ত্রাস এর রাজনীতি করছে।এঁনাদের আগে রাজ্যের অন্য এক বিশিষ্ট তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী বিরোধীশূন্য পঞ্চায়েত গঠনের কথা বলেছিলেন নির্বাচনের প্রচার করতে গিয়ে।জানিয়েই দিয়েছিলেন সাফ কথায় যে যারা বিরোধীশূন্য পঞ্চায়েত গঠন করতে পারবেন তাদের রাজ্যের তরফ থেকে পাঁচ কোটি টাকা দেওয়া হবে আর সবটাই উন্নয়নের স্বার্থে।এভাবে পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির পর মন্ত্রীরা আদায়-কাঁচকলায় সম্পর্কের প্রদর্শন করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!