এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েতে মৃত্যুর পরিপ্রেক্ষিতে, কর্ণাটকের ফল দেখে বড় সিদ্ধান্ত নিল বঙ্গ-বিজেপি

পঞ্চায়েতে মৃত্যুর পরিপ্রেক্ষিতে, কর্ণাটকের ফল দেখে বড় সিদ্ধান্ত নিল বঙ্গ-বিজেপি


রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের ঘটনায় বহু মানুষের প্রাণ হানি ঘতেছে। শুধু মাত্র সেই কারণেই এদিন কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়লাভের আনন্দ রাজ্য বিজেপির তরফে পালন করা হলোনা। রাজ্য বিজেপির পক্ষ থেকে একথাই জানানো হলো এদিন। অবশ্য কর্ণাটকে দলীয় সাফল্যের জন্যে রাজ্য বিজেপির তরফ থেকে তাঁদের অভিনন্দন অবশ্যই জানানো হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

উল্লেখ্য নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতার জন্যে রাজ্যে এক দফায় আয়োজিত পঞ্চায়েত নির্বাচনে বহু মানুষের প্রাণ হানি ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করে এক দফায় পঞ্চায়েত নির্বাচন করার ক্ষেত্রে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিলো গেরুয়া শিবির। অন্যদিকে দক্ষিণ ভারতের বিধানসভা নির্বাচনের ভোট গননায় দেখা যায় ২০১৩ সালের তুলনায় সেখানে  এবার অনেক ভালো ফল করেছে বিজেপি। যদিও এখনও পর্যন্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলের গতি প্রকৃতি অনুসারে সেখানে ত্রিশঙ্কু অবস্থা হলেও একক দল হিসেবে এগিয়ে রয়েছে বিজেপি। আর তা দেখে স্বাভাবিক ভাবেই রাজ্য বিজেপি এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার কাজে নতুন উদ্যোম পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!