এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ লকেটের

পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, বিস্ফোরক অভিযোগ লকেটের

আদালতের স্থগিতাদেশের কারণে পঞ্চায়েত নির্বাচন এখন বিশ বাওঁ জলে। এরমধ্যেও দলীয় কর্মসূচী ও বৈঠকে রীতিমতো ব্যস্ত বিজেপি শিবির। এদিন নির্বাচনী সন্ত্রাস এবং মহিলাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে পথে নামল মহিলা মোর্চা। মিছিলের নেপথ্যে ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন বিকেল ৪টে নাগাদ মেয়ো রোডের মুখে গাঁধীমূর্তির পাদদেশ থেকে বিজেপি মহিলা মোর্চার মিছিল শুরু হয় এবং চিত্তরঞ্জন অ্যাভিনিউতে সর্দার বল্লভভাই পটেলের মূর্তির পাদদেশে পৌঁছে মিছিল শেষ হয়। এদিন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি লকেট চট্টোপাধ্যায় জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় গণধর্ষণ ও খুনের ঘটনায় ধর্মীয় পরিচিতি দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে বললেন, ”জম্মু-কাশ্মীরে আমরা সবাই আসিফার পাশে রয়েছি। কিন্তু শুধু আসিফা-ই কেন? এ রাজ্যের নানা প্রান্তে যাঁরা ধর্ষিত হচ্ছেন, তাঁদের কথা কেন বলা হচ্ছে না? এ রাজ্যের শাসক দল আসিফার জন্য মোমবাতি মিছিল করেছে। কিন্তু কামদুনিতে, বীরভূমে, রায়গঞ্জে, শিলিগুড়িতে যাঁরা ধর্ষিত বা নির্যাতিত হয়েছেন, তাঁদের জন্য এঁরা মোমবাতি মিছিল করেন না।” যদিও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এসব বিষয়কে ধর্তব্যের মধ্যেই আনছে না। তৃণমূল নেতৃত্বের কথায়, “এ সব অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমরা। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!