এখন পড়ছেন
হোম > রাজ্য > একনজরে পঞ্চায়েতের পুরো নির্ঘন্ট, কোন নতুন আইনি জটিলতায় যেতে পারে নির্বাচন?

একনজরে পঞ্চায়েতের পুরো নির্ঘন্ট, কোন নতুন আইনি জটিলতায় যেতে পারে নির্বাচন?

এদিন এক দফায় ভোট করার প্রস্তাব ফ্যাক্স করে কমিশনকে পাঠিয়ে দেয় রাজ্যসরকার।তার পরেই আলোচনায় বসে কমিশন রাজ্য সরকারের কথা মেনে নিয়ে ঘোষণা করে আগামী ১৪ ই মে হবে ভোট এবং পুর্ননির্বাচন হবে ১৬ ই মে।গণনা হবে ১৭ ই মে।রাজ্য সরকার প্রথম থেকেই ১ দিনে ভোট করার পক্ষপাতী কিন্তু কমিশনের রাজি না হবার কারণ ছিল নিরাপত্তা।কেননা পঞ্চায়েতে বুথ সংখ্যা হলো ৫৮,৪৬৭ ,আর পুলিশ হলো ৫৮,০০০। যার মধ্যে সশস্ত্র পুলিশ মাত্র ৪৬ হাজার।আর লাঠিধারী পুলিশ ১২ হাজার মাত্র।প্রথম দিকে নিরাপত্তা

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

নিয়ে কিছুটা চিন্তিত থাকলেও পরে রাজ্যসরকারের জেদের কাছে মাথা নোয়াতে হল কমিশনকে। এদিকে পঞ্চায়েত নির্বাচনে প্রতি বুথে ২ জন করে অস্ত্রধারী পুলিশ আর ১ জন লাঠিধারী পুলিশ রাখতে হবে এমনটাই নিয়ম। কিন্তু সব মিলিয়ে এত পুলিশ নেই ফলে নিয়ম ভেঙে একটা বুথে একটা পুলিশ রাখলেও সব বুথে অস্ত্রধারী তো দূর লাঠিধারী পুলিশ যে থাকবে না তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা বুথ ৫৮,৪৬৭ আর পুলিশ ৫৮,০০০। ৪৭৬ জন কম। তাছাড়া রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে থানা গুলোতেও পুলিশ রাখতে হবে। ফলে সব মিলিয়ে দিশেহারা বিরোধীরা। ফলে কতটা নিরাপত্তা থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। আর তাই এই নিয়ে বিরোধীরা যথেষ্ট অখুশি।তাদের মতে নির্বাচনের নামে প্রহসন চলছে। কেননা রাজ্যে মনোনয়ন নিয়েই যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে তার ফলে চলে গেছে অনেকগুলি প্রাণ। আর তাই তাদের মতে এইভাবে বিনা পুলিশ ভোট হলে আরো অনেক প্রাণ যাবে। তাই আদালতের দ্বারস্থ হতে পারে তারা।কারণ কোলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলো সব দলের সাথে কথা বলে ভোটের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। যদিও সেই মতো কমিশন চেয়েছিলো দু দফায় ভোট গ্রহণ করতে। কিন্তু তা আর হলো না।বিরোধীদের অভিযোগ যে পুলিশের নাম করে তৃণমূল তাদের দুষ্কৃতীদের দিয়ে ভোট করবে।পাশাপাশি আদালত থেকে নির্বাচন কমিশনকে স্পষ্ট বলা হয়েছিল যে সব দলের সাথে কথা বলে নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখেই তবে ভোট করতে। কিন্তু তাও হয়নি।বিরোধীদের সাথে আলাপ আলোচনা না করেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিরোধীশিবির আবার আদালতের দ্বারস্থ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!