এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত জটের মাঝে হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে উঠলেন প্রাক্তন কমিশনার মীরা পান্ডে

পঞ্চায়েত জটের মাঝে হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে উঠলেন প্রাক্তন কমিশনার মীরা পান্ডে


পঞ্চায়েত জটের মাঝে হঠাৎ করে প্রাসঙ্গিক হয়ে উঠলেন প্রাক্তন কমিশনার মীরা পান্ডে। ২০১৩ সালের রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের মামলা ও অস্থায়ী রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ করা, এই মামলা দু’টির নিষ্পত্তি না হওয়ায় ফের আদালতের দ্বারস্থ হলেন শীর্ষ আদালতের আইনজীবীরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজ্য নির্বাচন কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, এবিষয়ে কোনো মামলা করা হলে সেই মামলারও শুনানি হবে কিনা তা নিয়ে ধন্দে রয়েছেন আইনজীবীরা। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া বিষয়ক বিজ্ঞপ্তি জারির পর তা তুলে নেওয়া হলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। এদিকে পঞ্চায়েত নির্বাচন সুস্থ ও শান্তি পূর্ণ হওয়ার দাবিতে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এই দুই মামলারও ফয়সালা হবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে অনেকেরই। এদিন আইনজীবী অরুনাভ ঘোষ বলেন, “মীরাদেবী রাজ্য নির্বাচন কমিশনার থাকাকালীন পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিতর্ক-বিরোধে জড়িয়ে পড়েন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।” মীরা পান্ডের পরবর্তী রাজ্য কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনে অরুণাভবাবু বলেন”বিধাননগরে পুরভোটের সময়ে শাসক দলের চাপের মুখে সুশান্তবাবু ইস্তফা দেন। পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ত়ড়িঘড়ি রাজ্য নির্বাচন কমিশনার-পদে নিয়োগ করে রাজ্য। সেই নিয়োগ নিয়েও মামলা হয়। শুনানি হয় বাইশ বার। কিন্তু সেই মামলার ফয়সালা হয়নি।”,

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!