এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের মিটতেই ‘সম্ভাবনাময়’ মহেশতলা উপনির্বাচন নিয়ে চাপ বাড়ান শুরু বিজেপির

পঞ্চায়েতের মিটতেই ‘সম্ভাবনাময়’ মহেশতলা উপনির্বাচন নিয়ে চাপ বাড়ান শুরু বিজেপির

চলতি মাসের ২৮ শে মে মহেশতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সুষ্ঠ , অবাধ , শান্তি পূর্ণ নির্বাচনের উদ্দেশ্যে কেন্দ্রীয় বাহিনী আনার দাবি করলো গেরুয়া শিবির। এই দাবিতে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে দরবার করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য এবং জয়প্রকাশ মজুমদার।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ঐ দিন কমিশনের দফতর থেকে বেরিয়ে  জয়প্রকাশবাবু ঐদিনের বৈঠক প্রসঙ্গে বললেন, ”আমরা ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবি জানিয়েছি। কিন্তু সিইও আমাদের জানিয়ে দিয়েছেন, ১০ কোম্পানি বাহিনীই আসবে। হিসেবটা হল, একটি বাড়িতে একটি বুথ থাকলে সেখানে ৪ জন, দু’টি বুথ থাকলে ৬ জন, ৩টি বুথ থাকলে ৮ জন এবং ৫টি বুথ থাকলে ১২ জন সশস্ত্র জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবেন।” প্রসঙ্গত, তৃণমূলের বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে মহেশতলা বিধানসভায় উপনির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন  সিবিআই-এর প্রাক্তন যুগ্ম অধিকর্তা সুজিত ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!