পঞ্চায়েতে রিগিং রুখতে কড়া পদক্ষেপ নিলো কমিশন রাজ্য May 7, 2018 রাজ্যে ভোটের দিন স্থির হূত্য থেকেই সন্ত্রাসের অভিযোগ উঠেছে। মনোনয়ন পারবো ঘিরেও চলেছে চূড়ান্ত নাটক। আদালত পর্যন্ত গিয়েছে পঞ্চায়েত ভোট। এখনো নিরাপত্য বিষয়ক অনেক মামলার যেতে আটকে পঞ্চায়েত তবুও ভোটে যাতে রিগিং না হয় তার জন্য কড়া পদক্ষেপ নিলেন রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং এদিন সাংবাদিক বৈঠক করলেন। তারপরেই তিনি জানালেন এবারের পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে নির্বাচন পরিচালনার জন্যে কমিশন এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। জানা গেল কোনও বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়লে, তা স্ক্রটিনি হবে। তিনি জানালেন, এবারের নির্বাচনে প্রতি জেলার স্পর্শকাতর, অতি স্পর্শকাতর প্রায় ১০ শতাংশ বুথে নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এই নজরদারীর জন্যে কমিশন বেছে নিয়েছে সিসিটিভি ও ভিডিওগ্রাফির মতন আধুনিক উপায়। তবে জেলা শাসকই সিদ্ধান্ত নেবেন কোন কোন বুথে নজরদারি হবে সেই বিষয়ে। কমিশনার এদিন আরো জানালেন রিগিং রুখতেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তা হলো কোনও বুথে যদি ৯০ শতাংশ ভোট পড়ে, তাহলে তা পর্যালোচনা করে দেখা হবে। প্রসঙ্গত, রবিবার কংগ্রেস নেতা রাহুল সিনহার মন্তব্যের প্রেক্ষিতে এদিন সাংবাদিক বৈঠক করলেন অমরেন্দ্রকুমার সিং। কমিশনার সাহেব বললেন, “শুনলাম বলা হচ্ছে, আমাকে নাকি কোনও রাজনৈতিক দলের তরফে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’’ আপনার মতামত জানান -